Followers

Ad

ED অফিস থেকে বেরিয়ে Republic Bangla প্রশ্নে মেজাজ হারালেন অভিষেক


ED অফিস থেকে বেরিয়ে Republic Bangla প্রশ্নে মেজাজ হারালেন অভিষেক


           রিপাবলিক বাংলার সাংবাদিক একাধিক প্রশ্ন করেন অভিষেক ব্যানার্জিকে আর একের পর এক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন অভিষেক ব্যানার্জি রিপাবলিক বাংলার সাংবাদিকদের উপরে রীতিমতো ক্ষেপে গিয়েছিলেন বলা যায় অভিষেক ব্যানার্জি। ED অফিস থেকে বার হয়েই ED অফিসের সামনে বিক্ষোভ করেন অভিষেক ব্যানার্জি। এর আগে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে যখন নওশাদ সিদ্দিকী সাহেবকে ED অফিস থেকে বার হয়েছিলেন নওশাদ সিদ্দিকী সাহেব হাসিমুখে সাংবাদিকদের বিভিন্ন রকম প্রশ্নের জবাব দিয়েছিল। সাথে সাথে বলেছিলেন আমার থেকে যদি আরও কিছু জানতে চান আমি সেসব প্রশ্নের উত্তর দিতে রাজি। কিন্তু অভিষেক ব্যানার্জি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার মাঝে রীতিমত ক্ষেপে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে ব্যর্থ হয়।

       অপরদিকে অভিষেক ব্যানার্জি ED অফিসারদের বিজেপির সমর্থন হিসাবে ধরেছেন। কারণ অভিষেক ব্যানার্জি বলেন যেদিন INDIA মহাজোট বৈঠক ছিল সেই বৈঠকে আমারও হাজির থাকার কথা ছিল কিন্তু হঠাৎ মাত্র একদিন আগে ED আমাকে ডেকে পাঠানোর কারণে আমি INDIA মহাজোটে অংশগ্রহণ করতে পারেনি। তবে ফোনের মাধ্যমে তাদের সঙ্গে আমি কথা বলেছি এবং তাদের কাছে অনুরোধ করেছি এই INDIA জোটের বৈঠক যেন ক্যানসেল না হয়। এবং আমি আমার দিকটা বুঝে নেব INDIA জোটে যেসব দল অংশগ্রহণ করেছে তারা কেউ যেন পিছু না হটে জনসাধারণের সুবিধার জন্য এই জোট টিকিয়ে রাখা দরকার।

         রিপাবলিক বাংলার সাংবাদিকের কয়েকটা প্রশ্ন ছিল যার মধ্যে একটা প্রশ্ন হল সারদা নারদা কান্ড নিয়ে। সেই কান্ডের বিষয়ে প্রশ্ন করার পর অভিষেক ব্যানার্জি বললেন আগে শুভেন্দু অধিকারী কে ধরা হোক তারপরে আমাদের দলে যেসব অভিযুক্ত আছে তাদেরকেও ধরা হোক তবে আগে শুভেন্দু অধিকারী কে ধরা হোক। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেন যে ED দপ্তরে অভিষেক ব্যানার্জিকে ডাকা এটা সেটিং মাত্র। অভিষেক ব্যানার্জি দপ্তরে যাবে এবং ফিরে আসবে বললেন অধীর রঞ্জন চৌধুরী।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS