Followers

Ad

দাদা পীরের ভক্ত ও মূরীদ গনের ডাকে প্রতিবাদ মিছিল - isf bangla

 
দাদা পীরের ভক্ত ও মূরীদ গনের ডাকে  "প্রতিবাদ মিছিল"


          আগামী ৮ই সেপ্টেম্বর, শুক্রবার পীর আল্লামা মাওঃ মোহাঃ আব্দুল্লাহীল মারুফ সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার বাড়ির নিকট থেকে তালতালা হাট পর্যন্ত দুপুর ৩টার সময় একটি শান্তিপূর্ন প্রতিবাদ মিছিল হবে৷বয়োজৈষ্ট পীরসাহেব ও পীরজাদাদের উপর অনৈতিক অত্যাচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ ও ধিক্কার মিছিল ৷ বিভিন্ন সুত্র মারফৎ জানতে পারা যায় উক্ত মিছিলে জাতী,ধর্ম,বর্ন নির্বিশেষে সমস্ত শ্রেনীর মানুষের নিকট আহ্বান করা হয়েছে মিছিলে অংশগ্রহন করার জন্য এবং সমাজের বিভিন্ন গন সংগঠনের মানুষ,বুদ্ধীজিবী, সমাজসেবী সহ যারা ভারতের ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক, মজলুমাতের কন্ঠ সকলেই উপস্থিত থাকছে ৷ উদ্যোক্তা দাদা পীরের ভক্ত ও মূরীদগণদের শুকরিয়া জানাই "প্রতিবাদ" মিছিল কর্মসূচী গ্রহন করার জন্য ৷ উক্ত মিছিলকে সমর্থন করুন কারন আউলাদে মোজাদ্দেদে জামানের রক্ত কে অপমান করা হয়েছে। আর তাঁর বিরুদ্ধে পথে নামছে ভক্ত মুরিদগণ ৷ সকলের নিকট অনূরোধ রাজনৈতিক ছূৎমার্গকে দূরে ফেলে দাদা পীরের ভক্ত ও মূরীদ হিসাবে এই মিছিলে যোগদান  করুন  প্রতেকেই ও প্রচুর পরিমাণ শেয়ার করবেন।
       সাথে সাথে জানিয়ে রাখি ফুরফুরা শরীফে অনির্দিষ্ট কালের অবস্থান বিক্ষোভ আজও বহল রয়েছে‌। প্রতিদিন সেখান থেকে বক্তৃতার মাধ্যমে সকল পীরজাদা পীর সাহেবগণ ভক্ত মুরিদদের নিয়ে প্রতিবাদ করে চলেছে। কবে শেষ হবে এই অবস্থান বিক্ষোভ তা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। আপনারাও যদি ফুরফুরা শরীফকে ভালবাসেন দাদা পীরের আওলাদের ভালবাসেন তাহলে আপনিও উক্ত দিনে গর্জে উঠুন আমরা সকলে পীর সাহেব পীরজাদা গনের ভক্ত ও মরিদ আমরা কোনরকম ভাবে ফুরফুরা শরীফের অপমান সহ্য করব না সকলে দলে দলে অংশগ্রহণ করে প্রতিবাদ সভাটি সাফল্যমন্ডিত করবেন।

আরও পড়ুন: 👉 সরকার থেকে বছরে হিন্দুরা কত টাকা আর মুসলিমরা কত টাকা পায়

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS