ভাঙ্গড়ে রাতারাতি একশোর অধিক TMC নেতাকর্মী জয়েন করলো ISF
ভাঙ্গড়ে রাতারাতি একশোর অধিক TMC নেতাকর্মী জয়েন করলো ISF। তাদের দাবি তৃণমূলের জয়েন করার সময় আমাদের যেসব জিনিস দেওয়ার আশ্বাস দিয়েছিল তা আজও আমাদের দেওয়া হয়নি। বরঞ্চ আমাদের নিয়ে সর্বসময় তাদের হাতিয়ার হিসেবে কাজ করিয়েছে। এমনকি যেসব জিনিস পাওয়ার যোগ্য আমরা তা থেকেও বঞ্চিত করেছে বর্তমান শাসক দল তাই আমরা তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে জয়েন হলাম। তৃণমূলের ওই নেতৃত্ব আরও জানান তৃণমূলের নেতা মস্তানরা মা-বোন কিছু বাছে না । সকলে অবগত আছেন গত কয়েকদিন আগে ভাঙ্গরের এক তৃণমূল নেতার দুশ্চরিত্রের কল রেকর্ড ফাঁস হয়েছিল সেই কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে ভাঙ্গড়ে শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন: 👉 মুসলিম ভোট পাওয়ার জন্য মুদি খাচ্ছে গো-মাংশ
অপরদিকে ইন্ডিয়ান সেকুলার ফন্টের নেতৃবৃন্দরা তৃণমূল ছেড়ে চলে আসা মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সর্ব রকম সাহায্য সহযোগিতা এবং অধিকার বুঝে দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে তাদের কোনরকম কোন সমস্যা না হয় তারও দায়িত্ব নিয়েছেন। এদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে রাজ্য রাজ্যের বাইরে মানুষ কানাগানি করে বেড়াচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফান্ড নাকি ধর্মবিদ্বেষী দল। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি বিভিন্ন জায়গায় হিন্দু মানুষের মুখে সাহেবের প্রশংসা। এমনকি হিন্দুরাও এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নেতা মন্ত্রীর পোস্টের কমেন্টে লিখছেন পারলে নওশাদ সিদ্দিকীর মত একজন সৎ চরিত্রের নেতা হয়ে দেখান। তাহলে এ থেকে বোঝা যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কতটা ধর্মবিদ্বেষী দল আর যারা শাসক দলের হয়ে দালালি করছে তাদের চোখে এসব কোনদিন পড়বে না।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য