Followers

Ad

ISF কর্মী সম্মেলন সফল করুন - isf news

ISF কর্মী সম্মেলন সফল করুন


         আগামী ইংরেজি 10/9/23 রবিবার বিকাল 2:30  মিনিটের বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের আই এস এফ কর্মী ও সমর্থক বন্ধুদের নিয়ে এক বিশেষ আলোচনা সভায় আয়োজন করা হয়েছে স্থান চাম্পাহাটি স্টেশন সংলগ্ন। উক্ত মিটিং এ উপস্থিত থাকবেন জেলা সভাপতি মাননীয় আব্দুল মালেক সাহেব এবং অন্যান্য নেতৃত্বে ওই মিটিং এ বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের পুরাতন এবং নতুন আই এস এফ কর্মী সহ যে যে বন্ধুরা জনাব পীরজাদা আব্বাস ভাইজান এবং বিধায়ক ন‌ওসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে অন্যায় অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে এই সমাজের মানুষের ঐক্য একতা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চান সেই সকল বন্ধুদের নিকট বিনীত অনুরোধ যে আপনি ও আপনার আশেপাশের অঞ্চল ও গ্ৰামের সকল সাথী ভাই দের সঙ্গে নিয়ে উক্ত মিটিংয়ে বা আলোচনা সভায় আসার জন্য বিশেষ ভাবে আহবান জানাই । বিনীত হোসেন গাজী আই এস এফ কর্মী। 

আরও পড়ুন: 👉 তৃণমূল নেতার দাদাগিরি বন্ধ হল কারখানা


      বারুইপুর পূর্বের ১৪টি অঞ্চল, ১/চাম্পাহাটি, ২/ সাউথ গড়িয়া, ৩/বেগমপুর, ৪/রামনগর-1, ৫/রামনগর- 2  ৬/হাড়দহ,  ৭/বেলেগাছি, ৮/বৃন্দাখালি, ৯/নব গ্ৰাম , ১০/ খাকুরদহ, ১১/জাঙ্গালিয়া, ১২/নারায়ন তলা, ১৩/ব্যানার্জীরচক , ১৪/ঢোষা এই ১৪ টি অঞ্চলের সকল কর্মী এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যে এই কর্মীসভা। আইএসএফ দলকে ভালোবাসেন যারা আব্বাস সিদ্দিকী ভাইজান কে ভালবাসেন নওশাদ সিদ্দিকী ভাইজান কে ভালোবাসেন তারা অবিলম্বে আইএসএফ দলে দলভুক্ত হওয়ার জন্য অবশ্যই আসুন এই কর্মী সভাতে। এবং আপনি আপনার মূল্যবান মতামত দিন আপনার গ্রামে কিভাবে উন্নয়ন করা যায়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS