ISF পার্টির বিশাল জনসভা রামগড় জঙ্গলমহল
আগামী ১৮ নভেম্বর ২০২৩ শনিবার রামগড় জঙ্গলমহলে বিশাল জনসভা। উক্ত জনসভায় উপস্থিত থাকবেন ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, ISF সহ-সম্পাদক লক্ষীকান্ত হাজরা, ডাঃ রমেশ কিস্কু(সমাজসেবী), রঙ্কিতা কিস্কু (M.S.W), আরো উপস্থিত থাকবেন হেমাবতি মান্ডি।
তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিতে সামাজিক আন্দোলন তো অনেক হলো, মিথ্যা মামলা আর অত্যাচার ছাড়া সমাজ কিছু পেল না, নিলজ্জ সরকারের তবু ঘুম ভাঙালো না ১৮জন MLA দের, তাই এবার রাজনৈতিক ভাবে গণআন্দোলন চাই, সাংবিধানিক অধিকার রক্ষার্থে, যুবসমাজের ভবিষৎ গড়ার লক্ষ্যে, কাস্টসার্টিফিকেট জালিয়াতি করে চাকরি লুট বন্ধ করতে হবে,জাহের থান মাঝি থান পাহাড় পবর্ত সহ জল জঙ্গল জমির অধিকার সুনিশ্চিত করতে, মাতৃভাষায় শিক্ষা এবং গ্রামসভা বা মাঝি সিস্টেম কে সুরক্ষিত রাখতে রাজনৈতিক লড়াই চাই।
আসছে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রস্তুতির জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব জনসভা করছেন। সারাদেশে নওশাদ সিদ্দিকী সাহেবের মত আরেকটি বিধায়ক পাওয়া যাবে কিনা তা সন্দেহ আছে তাই রাজ্যের সকল মানুষদের উদ্দেশ্যে বলবো। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার বুঝে দেওয়ার লক্ষ্যে এবং সাংবিধানিক অধিকার বুঝে নিতে, সকলে অবশ্যই নওশাদ সিদ্দিকী সাহেবের হাতটাকে শক্ত করুন, যাতে ভবিষ্যতে কোনো রকম ভাবে কোন রাজনৈতিক নেতা তার নিজের স্বার্থ পূরণ করার লক্ষ্যে এবং সাধারণ মানুষের কোন রকম ভাবে অত্যাচার এবং অধিকার ছিনিয়ে নিতে না পারে। তার বিরুদ্ধে লড়াই করার জন্য নওশাদ সিদ্দিকী সাহেবের পাশে দাঁড়াই।
তাই আগামী ১৮ই নভেম্বর রামগড় চলো, ISF এর জনসভায় দলে দলে যোগদান করুন।
আর দয়া নয়, ভিক্ষা নয়, প্রতিশ্রুতি নয়, এবার সাংবিধানিক অধিকার চাই।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য