ঋণ শোধের জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকায় একটি দোকান বিক্রি করেছিলেন এক দোকানি। সেই দোকান বিক্রির টাকা থেকে তৃণমূলের তহবিলে দিতে হল ৭ হাজার টাকা চাঁদা। তৃণমূল সু-প্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া দলের প্রতীক দিয়ে তৈরী বিলে নেওয়া হয়েছে ৭ হাজার টাকা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর ২৩১ নং বুথের। এই টাকা আদায় করেছেন তৃণমূল পঞ্চায়েত সদস্য নারায়ণ পড়ু্যার ভাই পঞ্চানন পড়ুয়া। পঞ্চানন এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। আদায়কারী হিসেবে পঞ্চানন ও বুথ সভাপতি হিসেবে লক্ষ্মীকান্ত পড়ু্যার সইও আছে ওই বিলে। আর এই বিল প্রকাশ্যে আসতে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: 👉 দ্বিতীয় ভাঙ্গড় হিসাবে রেকর্ড গড়লেন বাসন্তী
স্থানীয় শাসমলপুল বাজারে একটি দোকান চালাতেন উৎপল বারিক। দোকান চালাতে গিয়ে প্রচুর টাকা ঋণ করেন তিনি। এরপর দোকানটি বিক্রির সিদ্ধান্ত নেন। উৎপলের অভিযোগ, দশ হাজার টাকা দাবী করা হয়েছিল। পরে সাত হাজার টাকা দিই। দোকান বিক্রির ব্যবস্থা করে দেওয়ার নাম করে আমার কাছে এই টাকা নেওয়া হয়েছে। আমার থেকে জোর করে এই টাকা নেওয়া হয়েছে। আমি বাধ্য হয়ে এই টাকা দিয়েছি। অভিযুক্ত পঞ্চানন পড়ুয়া টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, উৎপলের বাজারে প্রচুর দেনা ছিল। পাওনাদারররা চাপ দিচ্ছিল। তখন ওই দোকান বিক্রির ব্যবস্থা করে দিই। আমাকে টাকা দিতে চেয়েছিল। আমি দলের তহবিলের জন্য নিয়েছি। এই ঘটনায় ইতিমধ্যে ওই বুথের এক তৃণমূল কর্মী দলের হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে নামখানা ব্লক তৃণমূল যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানান, ইতিমধ্যে ওই বুথ সভাপতিকে দলের পক্ষে শোকজ করা হয়েছে। দোষী প্রমাণ হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য