জয়নগর দঃ বারাসাত অঞ্চলের ৫০টি পরিবার TMC ছেড়ে ISF-এ যোগদান করলেন
আজ ইংরেজি ২৮/১০/২০২৩ জয়নগর-১ দক্ষিণ বারাসাত অঞ্চলের ফুটি গোদা গ্রামের প্রায় ৫০টি পরিবার TMC ছেড়ে ISF -এ যোগদান করলেন। উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভা কেন্দ্রের মাননীয় প্রিয় মেঘনাথ হালদার মাষ্টারমশাই ISF এর বশ্রীয়ান নেতা এবং হোসেন গাজী। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ বারাসাত অঞ্চলের আইএসএফ পার্টির সমস্ত কর্মী সমর্থকরা। বর্তমান সময়ে শাসকদলের নেতা মন্ত্রীরা যেভাবে বিভিন্ন রকম কেলেঙ্কারিতে ফেঁসে হাজত বাস করছে তাতে করে শাসকদলের পিছনে আর চলতে চাইছে না, বর্তমান সমাজের সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন স্তরে সব মন্ত্রীরা একে একে জেল খাটছে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে। তাই রাজ্যের একমাত্র দল ISF এর হাত শক্ত করার জন্য এবং রাজ্যের দুর্নীতি মুক্ত করতে একে একে যোগ দিচ্ছেন ISF পার্টিতে।
বর্তমান সময়ে শাসক দল মানে চোরের আড়ৎ এবং গরীব অসহায় খেটে খেকো মানুষের উপরে জুলুম করার দিক থেকে নাম্বার ওয়ান। আর সেই অন্যায় অত্যাচার জুলুম বা বিভিন্ন রকম দুর্নীতি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এগিয়ে এসেছে ISF দল । যে দল সাধারণ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে একটা সময় ছিল যখন সাধারণ মানুষ তাদের অধিকার সম্পর্কে কিছুই জানতো না কিছুই বুঝতো না কিন্তু বর্তমান সময়ে ভাঙ্গরের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের প্রচেষ্টায় আজ বাংলার মানুষ তাদের অধিকার বুঝে নিতে শিখেছে। তাইতো সাধারণ মানুষ তাদের ভুল বুঝতে পেরে একে একে যোগদান করছে আইএসএফ দলে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য