Followers

Ad

আজ জলপাইগুড়ি বনপ্রাণ বাঁচান পথসভায় উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী


আজ জলপাইগুড়ি বনপ্রাণ বাঁচান পথসভায় উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী 


     আজ অক্টোবর মাসের দু তারিখ, জলপাইগুড়ি গিয়ে জলপাইগুড়ি টাউন এর পার্শ্ববর্তী কিছু এলাকায় ঘুরে দেখলেন ভাঙ্গড়ে বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। শুধু ভাঙ্গড় ক্যানিং বা ইস্ট ক্যালকাটা ওয়েস্টল্যান্ডের জমি ভরাটাই নয় জলপাইগুড়ি সদরেও পরিবেশ বিঘ্নিত করে প্রায় ১৩ বিঘে জলাভূমি ভরাট করে নির্মাণ করা হয়েছে । শাসক দল এবং প্রশাসনের একাংশের মদতে এবং চক্রে। সেখানেই পরিবেশ কর্মীদের সাথে স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন বেআইনি ভাবে চলা জলাভূমি ভরাট বেদখল ও বেআইনি নির্মাণ হওয়া জমি দলের রাজ্য নেতৃত্বের সাথে পরিদর্শন করেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন পরিবেশকর্মীদের সাথে দল আছে প্রয়োজনে এই জলাভূমি রক্ষা করতে উচ্চ আদালতেও দারস্ত হতে হবে। এবং পরিবেশ কর্মীরাও। 

      জলপাইগুড়ি জেলার মানুষ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে কাছে পেয়ে তারা ধন্য বলে মনে করছেন। তারা বিভিন্ন রকম ভাবে অনেক আগে থেকে নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু কোন রকম ভাবে যোগাযোগ করতে পারেননি, গত কয়েকদিন আগে পীরজাদা নাসা সিদ্দিকী সাহেব গিয়েছিলেন কোচবিহার সেখান থেকে নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে তারা যোগাযোগ করেন এবং তাদের জেলায় নওশাদ সিদ্দিকী সাহেবকে যাওয়ার জন্য আবেদন করেন তার পর থেকে এখনো পর্যন্ত আস্তে আস্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলে মানুষ যোগদান করতে শুরু করেছে। এভাবেই পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে চলেছে গরিব অসহায় খেটে খেকো মানুষের অধিকার বুঝে দেওয়ার উদ্দেশ্যে। তাই আগামী লোকসভা নির্বাচনে সকল রাজ্যবাসীর কাছে আবেদন আপনারা আপনার সুচিন্তা এবং পরামর্শ করেই তবে আপনার ভোটটা দেবেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS