Followers

Ad

ISF দল কবাডি প্রতিযোগিতায় ফাস্ট, দাঁড়িয়া বাজার দক্ষিণ ২৪ পরগনা


 ISF দল কবাডি প্রতিযোগিতায় ফাস্ট, দাঁড়িয়া বাজার দক্ষিণ ২৪ পরগনা


       দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত দাঁড়িয়া বাজারে এক কবাডি খেলা প্রতিযোগিতায় অংশ নেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ ISF দল । এবং সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম স্থান অধিকার করে অর্থাৎ কবাডি প্রতিযোগিতায় ফাস্ট হয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক ওই দলের এন্টিটি কেটে ছিলেন হরিমূলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক সংগঠনের নেতৃত্বরা। তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে এই খেলায় তারা প্রথম স্থান অধিকার করবে। কারণ বর্তমান সময়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে পয়েন্ট এর কবাডি খেলায় যে সবচেয়ে দামি প্লেয়ার সেই ছিল এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দলে। যার নাম রাজু এবং এই রাজু অবশ্যই দাঁড়িয়া বাজারেরী ছেলে। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাগ্যটা এতই ভালো যে প্রথম থেকে সেমিফাইনাল পর্যন্ত কোন খেলা না করেই অকাপে উঠে যায়। তারপর সেমিফাইনালের প্রথম খেলা পড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এবং সেখানে তারা অনায়াসেই জিতে নেয় এবং ফাইনালে উত্তীর্ণ হয়। তবে সবচেয়ে বড় আনন্দের কথা যেটা সেটা হলো ইন্ডিয়ান সেগুলোর ফ্রন্টের বেস্ট প্লেয়ার রাজু যখনি ডাকে গিয়ে পয়েন্ট নিয়ে আসছে তখনই কিন্তু মানুষ উচ্চস্বরে ISF ISF করে উল্লাসিত হচ্ছে।

         ফাইনাল খেলাতেও সেই সুন্দর মুহূর্ত দেখা গেছে যখন ISF অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কয়েক পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বেস্ট প্লেয়ার রাজুকে নিয়ে মানুষ আনন্দে মেতে ওঠে। অবশ্যই এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনৈতিক দলের মান-মর্যাদা রক্ষা করেছে কারণ যে দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিশেষ করে শওকত মোল্লার লাগোয়া অঞ্চলে খেলা হয়েছে এবং সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয়লাভ করেছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। তার চেয়ে বড় কথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যে সেখানে মাথা উঁচু করে আজও বেঁচে আছে এর থেকে বেশি চাওয়া কিছু হতে পারে না। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS