মন্দির বাজারে ধর্ষিতা স্কুল পড়ুয়ার পরিবারের পাশে ISF
ডায়মন্ডহারবার মন্দির বাজারে নির্যাতিত পরিবারের পাশে ISF দল । যেখানে মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদারের বাড়ি সেখান থেকে এক দু কিলোমিটারের মধ্যে কি করে ধর্ষণ হয় মুসলিম যুবতী নারী। তাহলে কি বিধায়কের পোষা গুন্ডাদের কাজগুলো প্রশ্ন তুললেন ISF কর্মী সমর্থক। গত পরশু সেদিন শেরপুরের এক স্কুল পড়ুয়া যাচ্ছিলেন স্কুলে রাস্তায় বয়ফ্রেন্ডের সাথে দেখা হয় যায় এবং নিজের মদ পাল্টে বয়ফ্রেন্ডের সাথে যায় এক অনুষ্ঠান বাড়িতে। সেখানে গিয়ে দেখা হয় পাড়ার ছেলেদের সাথে তারপর পাড়ার ছেলেগুলো মেয়েটিকে বাড়ি নিয়ে আসার নাম করে মাঝপথে এক গোডাউনের মধ্যে ধর্ষণ করে। এই ঘটনা ঘটার পর চাঞ্চল্য সৃষ্টি হয় ওই গ্রামে। পুলিশ দোষীদের গ্রেপ্তার করেছে তবে এখন ধর্ষিতার পরিবার খুবই বিপদের মধ্যে আছে। তাই খবর পেয়ে ISF চেয়ারম্যান তথা ভাঙ্গরের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব মুর্শিদাবাদ জনসভায় থাকা সত্ত্বেও কানে খবর যাওয়ার সাথে সাথে অবশ্যই কিছু নেতৃত্বকে পাঠিয়ে দেয় শেরপুর সেকেন্দারপুরে নির্যাতিত পরিবারের বাড়িতে।
এখন ধর্ষিতা মেয়েটির দাবি সারুল হালদার এবং ইউনুস হালদার নামের দুই অপরাধীকে কঠোরতম শাস্তি হোক এবং তারা যেন কোনদিনও জেল থেকে না বার হতে পারে বা ভবিষ্যতে কোনদিন যেন কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে তার ব্যবস্থা করা হোক। এদিকে ISF এর যে সমস্ত নেতৃবৃন্দ গিয়েছিল নির্যাতিত পরিবারের সাথে দেখা করতে তারা তাদেরকে আশ্বাস দেন আমরা মন্দির বাজার থানার আই সি ও সি এবং পুলিশ কর্মীদের সাথে কথা বলবো সাথে সাথে যেভাবে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার তাদেরকে দায়িত্ব নিতে বলবো। এবং ভবিষ্যতে যাতে আপনারা কোনরকম কোন সমস্যার মধ্যে না পড়েন সেদিকেও আমরা নজর রাখবো। এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাওয়ার দরকার আপনাদের সুবিধার্থে আমরা সর্ব জায়গাতে গিয়ে আপনাদের সুবিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য