সুন্দর একটি শিক্ষামূলক গল্প যা পড়লে আপনার জীবন পরিবর্তন হবে
জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন "হুরেরা" তাতে কেটে যাবে সত্তর হাজার। জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে। আর জান্নাতে হুরেদের সাথে সুর মিলাবে সুরের মূর্ছনায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। আল্লাহ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবে কেমন লাগলো ?
সকলে জবাব দেবে খুব ভালো।
আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শোনো।
জান্নাত বাসী বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি ?
তখন আল্লাহ হযরত দাউদ (আ:) কে ডেকে বলবেন। হে দাউদ এবার তুমি শোনাও !
দাউদ (আ:) বলবেন হে আল্লাহ আমার কন্ঠ তো দুনিয়াতে ছিল যবুর শরীফে।
আল্লাহ বলবেন তোমার কন্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও।
হযরত দাউদ (আ:) কোরআন শরীফের একটি সূরা শুনাবেন জান্নাতবাসি মুগ্ধ হয়ে যাবেন।
আল্লাহ বলবেন কেমন লাগলো।
জান্নাতীরা বলবেন মারহাবা, খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়ে ভালো শোনো,
জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি হতে পারে? আল্লাহ পাক রাসুলুল্লাহ(স:) কে বলবেন। হে আমার প্রিয় হাবিব। এবার আপনি ওদের শোনান রসূলুল্লাহ (স:) কোরআনের হৃদয় সুরা ইয়াসিন তেলাওয়াত করবেন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধনী তুলবে "আল্লাহু আকবার" আল্লাহ আবার জানতে চাইবেন কেমন লাগলো?
জান্নাতীরা বলবেন আল্লাহ সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো। আল্লাহ বলবেন এর চেয়ে ভালো আছে জান্নাত বাসী অবাক হয়ে বলবে আল্লাহ এর চেয়ে ভালো কি আছে? আল্লাহ জবাব দেবেন এর চেয়ে ভালো তোমাদের রব আল্লাহ ! আল্লাহ বলবেন রেজওয়ান (একজন ফেরেশতা) পর্দা সরিয়ে দাও। আজ আমার বান্দারা আমার দিদার করবে আমাকে দেখবে আল্লাহু আকবার পর্দা সরে যাবে ও সবাই আল্লাহর দিদার লাভ করবে আল্লাহকে দেখার পরে বান্দারা অস্থির হয়ে যাবে। তখন শেষে আল্লাহ পাক সূরা আর রহমান পাঠ করবে তখন মানুষের অবস্থা কি যে হবে আল্লাহ ভালো জানেন। জান্নাতের হুর কি, শরাব কি, নহর কি, ফল কি, সব কিছুকে মূল্যহীন মনে হবে। বান্দা বলবে আল্লাহ কিছু চাইনা শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই । আল্লাহ আমাদের সবাইকে জান্নাতী হিসেবে কবুল করুন। আমীন।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য