ভাঙ্গড়ে ISF কর্মীর বাড়ি বোম বন্দুক কি বললেন ISF চেয়ারম্যান
আরও পড়ুন: 👉 ভাঙ্গড়ে রাতারাতি একশোর অধিক TMC নেতাকর্মী জয়েন করলো ISF
এই ঘটনা প্রসঙ্গে ISF চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বলেন এটা হতে পারে বর্তমান শাসক দলের একটা চক্রান্ত। যেভাবে ভাঙড়ে তৃণমূল থেকে মানুষ আইএসএফের দিকে আসছে সেটা রুখে দেওয়ার জন্য তাদের ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে বর্তমান শাসক দল। কারণ এটা আজ নতুন নয় এর অনেক আগে থেকেই এভাবেই বিভিন্ন রকম ভাবে চক্রান্ত চালিয়ে এসেছে বর্তমান শাসক দল যাতে মানুষ তাদের দল ছেড়ে ISF এ যোগদান না করতে পারে।
সাথে সাথে ISF চেয়ারম্যান এটাও জানান, যদি কোন ISF কর্মী এই ধরনের কাজ করেও থাকে তাকে আমরা সাপোর্ট করিনা। কারণ ISF দল কোনদিন বোম বন্দুক নিয়ে দল করে না। সেই শিক্ষাটা ISF দল দেয় না। যদি এরকম কাজ করেও থাকে তবে সে নিশ্চয়ই তৃণমূলের হয়েই কাজ করেছে। তৃণমূলের হয়ে ISF দলটাকে বদনাম এবং কালিমা যুক্ত করার চেষ্টা করেছে তাই তাকে আমরা কোনরকম ভাবে প্রশ্রয় দেব না।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য