আদিবাসীদের অন্নের পরে এবার বস্ত্রের ব্যবস্থা করলেন isf চেয়ারম্যান
ISF চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব এর নির্দেশে আমবাড়ি লোধাবাড়ির বস্ত্রহীন আদিবাসীদের জন্য বস্ত্রের এর ব্যবস্থা করলেন হাওড়া ডোমজুড় ব্লকের ISF কর্মীবৃন্দরা। অস্ত্র নিয়ে উপস্থিত ছিলেন মহিম শেখ ডোমজুড় ISF কর্মী সহ ISF এর রাজ্য সম্পাদক নাসিরুদ্দিন মীর এবং ISF রাজ্যসহ সম্পাদক লক্ষীকান্ত হাজরা। এদিন প্রায় আড়াইশোর অধিক পরিবারের জন্য তারা বস্ত্র নিয়ে যান। এবং যদি কোন পরিবার বাকি থেকে থাকে তাদের নামের লিস্ট তৈরি করে পাঠাতে বললেন পরে তাদেরকেও ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: 👉 আরামবাগে ISF পার্টির অভিনব বিক্ষোভ
সকলে অবগত আছেন আজ থেকে প্রায় মাস খানেক আগে দিনাজপুরের আমবাড়ি লোধাবাড়ি আদিবাসী পরিবারদের উপরে অমানবিক অত্যাচার করেছিল স্থানীয় মাফিয়ারা। জ্বালিয়ে দিয়েছিল ঘরবাড়ি সহ আসবাব পত্র। খাওয়ার কোন ব্যবস্থা ছিল না তাদের এমনকি যাওয়ার সময় মাফিয়ারা তাদের পানীয় জলের নলকূপ টাও ভেঙে দিয়ে গিয়েছিল। এমনই পরিস্থিতিতে ISF চেয়ারম্যান তথা ভভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই ঘটনা দেখে এবং তারপরে উপস্থিত হয় সেখানে নিজস্ব চোখে দেখে তাদের জন্য ব্যবস্থা করেছিলেন রান্নাঘর । তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম ভাবে তাদের পাশে দাঁড়ান ISF চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য