Followers

Ad

কুলপি ব্লকে ঈশ্বরীপুর অঞ্চলে বিরোধী দলনেত্রী হলেন শিবানী মন্ডল - isf bangla

কুলপি ব্লকে ঈশ্বরীপুর অঞ্চলে বিরোধী দলনেত্রী হলেন শিবানী মন্ডল

           আগামীতে ISF হাত ধরে এগিয়ে চলার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে অঞ্চলভিত্তিক ISF কর্মীদের মিটিং। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের ঈশ্বরীপুর অঞ্চল কমিটির সিদ্ধান্ত বিরোধীদলের প্রতিদ্বন্দ্বী দলনেত্রী হিসেবে নির্বাচিত হলেন শিবানী মন্ডল। ISF পার্টির সমস্ত কর্মীদের আহবানে এই সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্তে শিবানী মন্ডলকে বিরোধী দলনেত্রী বানানো হয়। তবে মাননীয়া শিবানী মন্ডলের কাছে ISF কর্মীদের দাবি হল আপনাকে দলনেত্রী বানানো হয়েছে। তাই যেভাবে চলাফেলা করলে মানুষ ISF দলের প্রতি আগ্রহ হয় এবং যেসব কর্মীরা আছে তারা যাতে কোনো রকম ক্ষুদ না হয় দুঃখ প্রকাশ না করে সেদিকে সর্বদা নজর রাখতে হবে। এমন কাজ যেন না করা হয় যাতে ISF চেয়ারম্যান তথা রাজ্যের একমাত্র বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের মান সম্মান মাটিতে মিশে যায়।

       শিবানী মন্ডল ছাড়া ছিল আরো দুজন নেত্রী, তাদেরকেও সাথে নিয়ে শিবানী মন্ডলের কাজ করার কথা জানালেন ISF কর্মী বিন্দুরা। তাদের মূল উদ্দেশ্য হলো সর্বপ্রথম মানুষ তাদের থেকে কেমন পরিষেবা পাচ্ছে, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারছে সে বিষয়ে কিছু আলোচনা করা হয়েছে। সর্বশেষে ISF কর্মীদের বক্তব্য একটা মানুষকে নেতা বানাতে হয় না। মানুষের পাশে যখন দাঁড়াবে সে নিজে থেকেই নেতা বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো আগে জনগণের পাশে দাঁড়াতে হবে তারপরে সেই জনসাধারণ আপনাকে নেতা বানিয়ে দেবে।এটাই হলো ISF দলের নীতি।

ভিডিওটি দেখুন 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS