Followers

Ad

টোটো ইউনিয়নের বিক্ষোভ মিছিল - isf bangla

 

টোটো ইউনিয়নের বিক্ষোভ মিছিল

        রাজ্যে নেই কর্মসংস্থান, বিধি নিষেধ লাগু হতেই, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের টোটো চালকদের আর্তনাদের চিত্র। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু'নম্বর ব্লকে টোটো ইউনিয়নের বিক্ষোভ মিছিল । সব টোটো চালকের মুখে একটাই কথা, যেসব সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়োগ করেছে তারাই টোটো চালকদের উপরে বিভিন্ন রকম ভাবে অত্যাচার করে যাচ্ছে। আমরা চেয়েছিলাম আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হোক কিন্তু মুখ্যমন্ত্রীর এই নীতিকে আমরা মেনে নিতে পারছি না। রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কর্মসংস্থান করে দিতে পারছে না যদিও গ্রাম অঞ্চলের মানুষ একটু টোটো চালিয়ে তাদের সংসার চালাচ্ছিলেন সেটাও বন্ধ করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি হয় আমাদের কর্মসংস্থান করে দিক না হয় আমরা টোটো চালাবো। 
       সবচেয়ে বড় জিনিস রোডের সমস্ত অটো চালক গুলো ফায়দা লুটছে। কারণ যেখানে যেতে দশ টাকা ভাড়া হয় সেখানে তারা ভাড়া নিচ্ছে পনেরো টাকা এবং তারা এইসব সিভিক ভলেন্টিয়ারদের টাকা দিয়ে কিনে রাখার চেষ্টা করছে যাতে তারা তাদের ফায়দা লড়তে পারে, যখনই কোন টোটো চালক একটু ভিড়ের মধ্যে পড়ছে তখনই সিভিক ভলেন্টিয়ার গুলোর মুখ থেকে বার হয়ে আসছে মার শালা টোটো ওয়ালাদের। এটা দিদির কিরকম বিচার। তাই আমাদের যতদিন না কর্মসংস্থান করে দিচ্ছে ততদিন আমরা জোরপূর্বক টোটো চালাবো।


       রাজ্যের বিভিন্ন প্রান্তে গরীব অসহায় খেটে খেকো মানুষ তারা তাদের সংসার চালানোর জন্য জীবিকা হিসাবে অনেক কষ্ট করে তারা টোটো কিনে রাস্তায় চালিয়ে তারা তাদের জীবিকা অর্জন করছে এইভাবে তাদের জীবিকা কে নষ্ট করা রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে কতটা ঠিক সেটা জনসাধারণ বিচার করবে। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS