বাঁকুড়া পুলি শোলে রেকর্ড গড়লেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান
বাঁকুড়া পুনিশোল পানিতে ভিজে ভিজে জলসা করছেন পীরজাদা মোঃ আব্বাস সিদ্দিকী ভাইজান। হাজার হাজার যুবক পানির মধ্যে ভিজে ভিজে জলসা শুনছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের। আজ কুড়ি সেপ্টেম্বর বাঁকুড়া পুলিশ হলে ইসলামিক ধর্মসভা ছিল পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের। আর অবশ্যই সকলে দেখতে পাচ্ছেন সময়টা একেবারে বর্ষাকাল গত কয়েকদিন ধরে বৃষ্টি লেগেই আছে, কখনো বাঁচতে কখনো বা জোরে। পুলিশ হলের জলসা কমিটি আর্থিক সংকটের কারণে সেভাবে জলসার ব্যবস্থা করে উঠতে পারেনি শুধুমাত্র জলসার স্টেজ টুকু তৈরি করেছে কিন্তু শ্রোতারা যেখানে বসে শুনবে সেই জায়গাতে কোন ছাউনির ব্যবস্থাও করতে পারেনি তারা। যে সকল ভাইজানের ভক্ত ছাতা নিয়ে এসেছে তারা কিছুটা হয়তো পানিকে বাধা প্রাপ্ত করতে পেরেছে কিন্তু যারা ছাতা নিয়ে আসেনি বা বৃষ্টির কোনো রকম সরঞ্জাম নিয়ে আসেনি। তারা অবশ্যই ভিজে ভিজে সারাক্ষণ জলসা শুনেছে।
আমি হলফ করে বলতে পারি এভাবে পানিতে ভিজে বক্তব্য শোনার মন মানসিকতা শুধুমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ক্ষেত্রেই হতে পারে। এই জলসায় যদি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান না হয়ে অন্য কোন মাওলানা হতো কিংবা কোন পীরসাহেব বা পীরজাদা হতো কোন মানুষ এভাবে ভিজে ভিজে বক্তব্য শুনতো না। এটা শুধুমাত্র সম্ভব পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের পক্ষে। কারণ লক্ষ লক্ষ মানুষের মনের গভীরে আছে নেই পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং তারই ছোট ভাই পীরজাদা নেশা সিদ্দিকী ভাইজান।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য