মুর্শিদাবাদের ইসলামপুর জনসভা থেকে প্রায় ৫০০র অধিক নেতাকর্মী ISF এ যোগদান করেন
মুর্শিদাবাদের ইসলামপুরে ISF জনসভা থেকে নওশাদ সিদ্দিকী সাহেবের ঝাঁজালো বক্তব্য শুনে ৫০০র অধিক নেতাকর্মী ISF এ যোগদান করল। এদিন ISF জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্তমান শাসক দলের বিরুদ্ধে ঝাঁঝালো বক্তব্য রাখেন ভাঙ্গরের বিধায়ক পীরজাদা সিদ্দিকী সাহেব যেভাবে দুর্নীতির সাথে যুক্ত বর্তমান শাসক দল সেই শাসক দলের থেকে বাঁচার জন্য এইসব নেতাকর্মীরা ISF দলে যোগদান করেছেন বলে জানিয়েছেন। এই জনসভায় মানুষের উপস্থিতি ছিল উপচে পড়ার মতো। এদিন জনসভা শেষে শাসক দল থেকে বা অন্যান্য দল থেকে প্রায় 500 জন কর্মী বিধায়ক ISF এ যোগদান করেন। বিপুল পরিমাণে কর্মে সমর্থনের যোগদানের ফলে ISF শক্তি বৃদ্ধি হল বলে মনে করছে রাজনীতি মহল।
স্থানীয় নেতাকর্মী বিধায়কদের বক্তব্য যেভাবে শাসক দলের একের পর এক এম এল এম পি জড়াচ্ছে বিভিন্ন রকম দুর্নীতির সাথে তাতে মনে হয় আর বেশি দিন টিকবে বলে মনে হয় না তাই আমরা তৃণমূল ছেড়ে ISF দলে যুক্ত হলাম। এদিন ৫০০র অধিক জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও ISF যোগদান করেন। এ নিয়ে ভাঙ্গড়ের বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা মানুষের ভয় দেখিয়ে বা জোর করে আমাদের দলে নিয়ে আসতে পারবো না সিএ বা বিভিন্ন রকম ভয় দেখিয়ে আমাদের দলে আনা সম্ভব নয় তাই যে সকল মানুষ আমাদের দলে আসছে তারা নিজে থেকে তাদের ভালো লাগার কারণে তারা আমাদের দলে আসছে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য