মেরুদন্ড শক্ত করে লড়াইয়ের ময়দানে থেকে শাসক তৃণমূল কংগ্রেসের জুলুমবাজি ও অত্যাচারের বিরুদ্ধ চারণ করতে হবে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাধাকৃষ্ণপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি এ কথা বলেন। রাজ্য লিগ্যাল সেলের সদস্য আইনজীবী শেখ হাসান ও বিশ্বজিৎ মাইতি নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই গ্রামে গিয়েছিলেন। সঙ্গে ISF এর লিগ্যাল সেলের অন্য সদস্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিগত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে ওই গ্রামে ISF কর্মী সমর্থনদের উপর শাসক দলের অত্যাচার বেড়েই চলেছে এমনকি রাতেও বাড়ি বাড়ি হামলা হচ্ছে। হামলা বা হেনস্তা শিকার হচ্ছে পরিবারের মহিলা সহ শিশুরা। বিশ্বজিৎ মাইতি আক্রান্ত মানুষের সঙ্গে বিস্তারিত ভাবে কথাবার্তা বলেন। বিশ্বজিৎ মাইতি বলেন দল আপনাদের পাশে আছে। প্রতিনিধি দল স্থানীয় থানায় IC এর সঙ্গে দেখা করেন, দলের পক্ষ থেকে আইনি সমস্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস ও গ্রামবাসীদের।
এদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দির বাজারে গত ১৪ই সেপ্টেম্বর শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা এক কলেজ পড়ুয়াকে ধর্ষণ করে। নির্যাতিতার পরিবারের সঙ্গে ISF এর একটি আইনজীবী প্রতিনিধি দল সাক্ষাৎ করে দলটির নেতৃত্ব দেয় পার্টির দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল খালেক মোল্লা। তারা নির্যাতিতা মহিলা ও তার পরিবার সদস্য এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন। পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে প্রতিনিধি দলকে জানিয়েছেন। পরে তাদের নিয়ে ISF এর প্রতিনিধি দল DSP অফিসে গিয়ে স্বাক্ষর লিপি জমা দেন। কর্তব্যরত পুলিশ আধিকারিক ২৪ ঘন্টার মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন ISF হস্তক্ষেপে উক্ত পরিবারের বাড়ির সামনে আজ ২১/৯/২০২৩ থেকে পুলিশ ক্যাম্প বসানোর ব্যবস্থা করা হয়েছে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য