Followers

Ad

অস্ট্রেলিয়া-পাকিস্তান তাদের দল ঘোষণা করেছে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য


অস্ট্রেলিয়া-পাকিস্তান তাদের দল ঘোষণা করেছে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য

      অস্ট্রেলিয়া-পাকিস্তান তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে গড়াচ্ছে। একদিন আগেই পার্থ টেস্টের একাদশ ঘোষণা করে দিলো পাকিস্তান। প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া লেগস্পিনার আবরার আহমেদের জায়গায় সাজিদ খানকে নেওয়া হলেও প্রথম ম্যাচের দলে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। সফরকারীদের হয়ে দুই পেসার আমের জামাল ও খুররম শেহজাদের অভিষেক হতে যাচ্ছে। 

        এদিকে, স্বাগতিক অস্ট্রেলিয়ারও তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে। অনুমিত একাদশ নিয়েই মাঠে নামছে প্যাট কামিন্সরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ অজি স্পিনার নাথান লায়ন। বিশ্বকাপ ব্যর্থতার পর নিজেদের দলকে ঠেলে সাজানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে নতুন কোচ, ডিরেক্টর আর অধিনায়ক নিয়োগ দিয়েছে তারা। বিশ্বকাপের পরপরই তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম। তার অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে পাকিস্তান। এই ম্যাচে দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে শান মাসুদের। 

         পাকিস্তানের হয়ে প্রত্যাশিতভাবেই ওপেন করবেন ইমাম উল হক ও আবদুল্লাহ শফিক। তিনে খেলতে পারেন শান মাসুদ তিনে আর চারে বাবর। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা উইকেটকিপার ব্যাটার সরফরাজ আহমেদ সুযোগ পেয়েছেন একাদশে। বাদ পড়েছেন আরেক উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। 

        পেস বিভাগে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আক্রমণ সামলাবেন অভিষিক্ত পেসার আমের জামাল ও খুররম শাহজাদ। এদিকে, প্রস্তুতি ম্যাচে হাঁটুর চোটে পড়েছিলেন দলের লেগস্পিনার আবরার আহমেদ। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। পাকিস্তানের একাদশে বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও হাত ঘোরাবেন সালমান আগা ও সৌদ শাকিল।

          ২০১৯ সালে সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়ার মাটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।

পাকিস্তান একাদশ

ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ।

অস্ট্রেলিয়া একাদশ

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS