আবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে হারানোর ম্যাচে কিউই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেলর। সেমিফাইনালে ভারতকে হারিয়ে সেবার ফাইনালে উঠেছিল। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। কেননা সেমিফাইনালটি হচ্ছে ভারতের মাঠে। তাই ভারতের ওপরই চাপটা বেশি থাকবে বলে মনে করেন রস টেলর। যদিও বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর ভারত-ই একমাত্র দল যারা প্রথম থেকে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছালো কোন ম্যাচ না হেরে। ভারতীয় দলে আছেন এমনই সব প্লেয়ার যারা বিশ্বকাপ ক্রিকেটে অনেক নতুন নতুন রেকর্ড তৈরি করেছে। কেউবা এবছর প্রথম বিশ্বকাপ খেলছে আবার কেউবা আগে খেলার পরে আবার এখন খেলছে কিন্তু খেলা করছে অতুলনীয়।
বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নামার আগে কথার লড়াইয়ে মেতে উঠেছে ভারত ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। রস টেলর বলেন ‘চার বছর আগে ভারত সেমিফাইনালে উঠেছিল ফেভারিট হিসেবে। অন্যদিকে, আমরা কীভাবে পাকিস্তানকে রানরেটের ব্যবধানে পিছিয়ে সেমিতে উঠবো সেটা নিয়ে পরিকল্পনার ছক কষতেছিলাম।’
তবে এবারের চিত্র আরও ভিন্ন বলে টেলর বলেন, ‘এবার ভারত আরও বড় ফেভারিট। ঘরের মাঠে খেলা এবং তারা গ্রুপ পর্বে সব ম্যাচে জিতে এসেছে। কিন্তু যখন আপনার কিছু হারানোর থাকবে না, সেই অবস্থায় নিউজিল্যান্ড আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি কারোর বিপক্ষে খেলতে ভারত কিছুটা অস্বস্তি বোধ করে তাহলে সেটা আমাদের বিপক্ষেই।’
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য