Followers

Ad

এক সারার সঙ্গে প্রেম ভাঙার পর অন্য সারার কাছে ফিরেছেন গিল


এক সারার সঙ্গে প্রেম ভাঙার পর অন্য সারার কাছে ফিরেছেন গিল 


        অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে শুবমান গিলের, এমন গুঞ্জন অনেক দিনের। তবে সম্প্রতি সারা আলী খানের নাম পেছনে ফেলে সামনে চলে এসেছে আরেক সারা—সারা টেন্ডুলকারের নাম। চলমান ক্রিকেট বিশ্বকাপে গ্যালারিতে সারা টেন্ডুলকারের উপস্থিতি, গিল বাউন্ডারি লাইনের কাছে এলেই দর্শকদের ‘সারা সারা’ রব—তাঁদের সম্পর্ক নিয়ে হয়ে গেছে অনেক কিছুই। তবে তৈরি হয়েছে ধোঁয়াশাও—আসলে কোন সারার সঙ্গে প্রেম করছেন গিল? এত দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সারা আলী খান। গিলের সঙ্গে শচীন-কন্যার প্রেমের গুজব রটার পর কোন  কোন গণমাধ্যম জানিয়েছে, আগে থেকেই দুজনের সম্পর্ক ছিল।

       মাঝে কিছুদিন সারা আলী খানের সঙ্গে প্রেম করেছেন গিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় পুরোনো সম্পর্কে ফিরছেন গিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বের টিজার। যে পর্বে হাজির হবেন সারা আলী খান ও অনন্যা পাণ্ডে।  সেখানে গিলের সঙ্গে প্রেম করছেন কি না এমন প্রশ্নের উত্তরে সারাকে বলতে শোনা যায়, ‘আপনারা ভুল সারাকে নিয়ে পড়ে আছেন। পুরো দুনিয়াই ভুল সারার কথা ভেবেছে।’ এই বার্তা দিয়ে স্পষ্টতই সারা টেন্ডুলকারের দিকে ইঙ্গিত করলেন অভিনেত্রী। গিলের সঙ্গে প্রেমের ইস্যুতে এই প্রথমবার মুখ খুললেন সারা।

       সারা আলী খান ও শুবমান গিলের প্রেমের পুরোটাই কি গুজব ছিল? এই বছরখানেক আগেও তাঁদের একসঙ্গে দেখা গেছে মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয়। পুরোনো সেসব ছবি শেয়ার করে কেউ কেউ আবার লিখেছেন, এক সারার সঙ্গে প্রেম ভাঙার পর অন্য সারার কাছে ফিরেছেন গিল।

আমরা হোয়াটঅ্যাপে আছি  Clikc to join

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS