জানা গেছে মুক্তির দিন থেকেই রেকর্ড। প্রথম দিন ৭৫ কোটি টাকা ব্যবসা ছাড়াও আয়ের দিক থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে বলিউডের আলোচিত এই সিনেমা। ৭ই সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর এই সিনেমার আয় ইতিমধ্যে প্রায় হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এত বিপুল আয়ের সিংহভাগকে পাচ্ছেন জানেন ? যিনি পাচ্ছেন তিনি শাহরুখ, নয়নতারা কিংবা অ্যাটলি নন।
আরও পড়ুন: 👉 গ্রেপ্তার হতে চলেছে বলিউড অভিনেত্রী জেরিন খান
জওয়ান ছবিতে শাহরুখ খান নয়নতারা ও অ্যাটলি প্রচুর পরিশ্রম করেছেন। ছবিটি সাফল্যে প্রশংসাও পাচ্ছে তারা। কিন্তু লাভের লাভ যিনি করছেন তিনি আর কেউ নন তিনি শাহরুখ পত্নী গৌরী খান। জাওয়ান ছবিটি প্রযোজনা করেছেন গৌরী খান তাইতো লভ্যাংশের বেশিরভাগই যাচ্ছে গৌরী খানের অ্যাকাউন্টে।
গৌরী খানের এই জওয়ান ছবিটি নির্মাণ করতে 300 কোটি টাকা খরচ হয়েছে, মুক্তির মাত্র চারদিনেই খরচ তুলে নিয়েছে। জওয়ানে শুধু শাহরুখ ও নয়নতারা নন জওয়ান ছবিতে বিজয় সেতুপতি, দীপিকা পাডুকোন, প্রিয়মনি, সানিয়া মালহোত্রা ছাড়াও সঞ্জয় দত্তের মত নামকরা অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য