Followers

Ad

কোন দলের হাতে উঠতে চলেছে এবারে বিশ্বকাপ ? কে হবেন সেরা খেলোয়াড় ? world cup 2023


কোন দলের হাতে উঠতে চলেছে এবারে বিশ্বকাপ ? কে হবেন সেরা খেলোয়াড় ? 

       কোন দলের হাতে উঠতে চলেছে এবারে বিশ্বকাপ ? কে হবেন সেরা খেলোয়াড় ? সেরা বোলার বা ব্যাটসম্যানের পুরস্কারই বা জিতবে কে ? এমনই অনেক প্রশ্ন ক্রিকেটের আকাশে উড়ছে এখন । বিশ্বকাপ যে দাঁড়িয়ে আছে দুয়ারে।

    পাঁচই অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতবারের দুই ফাইনালিস্ট দেশ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। এর আগে আরো অনেক অনেক রকমের অনুমান করে যাচ্ছেন। এর এই ধারাবাহিকতায় দক্ষিণ আফ্রিকার সাবেক ফার্স্ট বোলার ডেল স্টেইন কে প্রশ্ন করা হয়েছিল ‌‌। এবারের বিশ্বকাপে তার চোখে সেরা পাঁচ পেশার কে কে ? প্রশ্নের উত্তরে পাঁচ দেশের পাঁচ জনের নাম বলেছেন স্টেইন। ভারতের মোহাম্মদ সিরাজ, পাকিস্তানের সাইন আফ্রিদি, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট আর ইংল্যান্ডের মার্ক উডের সঙ্গে সেরা পাঁচে নিজের দেশের ফাস্ট বোলার কাগিসো রাবাদাকে রেখেছেন স্টেইন।
      এই পাঁচজনের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বোল্ট। ১০৪ টি ওয়ানডে খেলে ২৩.৫৬ গড়ে তার উইকেট ১৯৭ টি । দ্বিতীয় সর্বোচ্চ ৯২ টি ওয়ানডে খেলেছে রাবাদা ২৭.৭৫ গড়ে তিনি নিয়েছেন ১৪৪ টি উইকেট। আর ইংল্যান্ডের ফার্স্ট বোলার উড ৫৯ টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৭.৮৮ গড়ে উইকেট নিয়েছেন ৭১টি। ম্যাচ খেলার দিক থেকে অভিজ্ঞতায় এই তিনজনের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে সাইন আফ্রিদি ও মোহাম্মদ সিরাজ সাইন আফ্রিদি পাকিস্তানের হয়ে খেলেছেন ৪৪টি ওয়ানডে তবে উডের চেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি 23.36 গড়ে 86টি। আর মোহাম্মদ সিরাজ ৩০টি ম্যাচে ২০.০১ গড়ে পেয়েছেন ৫৪টি উইকেট।

      অভিজ্ঞতা বা গড় কিংবা কে কত উইকেট পেয়েছে সেটিকে পাত্তা না দিয়ে আফ্রিদির কথা আলাদাভাবেই বলেছেন স্ট্যান্ড 'সাহিন শাহ আফ্রীদির বোলিং দেখার মত বিষয় হবে। বিশেষ করে সে যখন রোহিত শর্মাকে বোলিং করবে' বললেন আফ্রিদির কে নিয়ে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার।

আরও পড়ুন: 👉 বিশ্বকাপ ২০২৩ এর দল এবং খেলোয়াড়দের নাম

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS