Followers

Ad

আপনি কি ট্রেন চালক হতে চান ? যোগ্যতা এবং করনীয় কি জেনে নিন !


আপনি কি ট্রেন চালক হতে চান ? যোগ্যতা এবং করনীয় কি জেনে নিন !

আপনি কি ট্রেন চালক হতে চান ? তাহলে জেনে নিন আপনার কি কি যোগ্যতা লাগবে এবং আপনার করনীয় কি ?

      প্রথমত রেলগাড়ির কোন চালক হয় না। ওনাদেরকে লোগো মাস্টার বলা হয়। দ্বিতীয়ত লোগো মাস্টারের কোন লাইসেন্স কোন প্রতিষ্ঠান থেকে নিতে হয় না রেল কর্তৃপক্ষই এটা প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে থাকেন। প্রয়োজন সাপেক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে সরকারি লোগো মাস্টার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। কিছুদিন আগেও বেশ কিছু সংখ্যক সরকারী মাস্টার নিয়োগ প্রক্রিয়া সম্পাদনা করা হয়েছে। 

      সহকারি লোগো মাস্টার থেকে একজন পূর্ণাঙ্গ লোগো মাস্টার হতে ৮-১০ বছর অথবা তার চেয়েও বেশি সময় লাগতে পারে। একটা লোগো (ইঞ্জিন) অপারেট করা সত্যিই খুবই জটিল পদ্ধতি। লোগো মাস্টার গ্রেড-২ পদে নিয়োগ পেতে মিনিমাম এইচএসসি (বিঞ্জান) যোগ্যতা থাকতে হবে। সহকারী লোগো মাস্টার গ্রেড-২ হতে তিন বছর পর সহকারী লোগো মাস্টার গ্রেড-১ তারপর পাঁচ থেকে সাত বছর এস এল এম(সান্টিং মাষ্টার) এবং তারপর যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী পূর্ণাঙ্গ লোগো মাস্টার পদে পদাতিত হয় আনুমানিক ৮-১০ বছর পর বা আরো বেশি সময় লেগে যায়। আর যারা পরীক্ষায় পাশ করতে পারেনা তারা পদোন্নতিও পায় না অনেক ক্ষেত্রে তখন তাদের আন্তঃনগর ট্রেন চালানোর যোগ্যতাও থাকে না ফলে তাদেরকে শুধু লোকাল ট্রেন ও মালগাড়ি চালাতে হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS