Followers

Ad

বিশ্বকাপ ২০২৩ এর দল এবং খেলোয়াড়দের নাম - world cup 2023 team and player name


বিশ্বকাপ ২০২৩ এর দল এবং খেলোয়াড়দের নাম 

ভারতীয় দলে থাকছেন  : 

     রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ড্য (ভিসি), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইশান কিষাণ। , সূর্য কুমার যাদব।

পাকিস্তান দলে থাকছেন : 

    বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলি আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহীন। আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম।

আফগানিস্তান দলে থাকছেন :

     হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ জুরমাতি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী ইসাখিল, ইকরাম আলী খিল, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান আরমান, মুজিব উর রহমান, নূর আহমেদ লাকনওয়াল, ফজলুল হক। , আব্দুর রহমান রহমানী, নবীন উল হক সিসওয়া।

অস্ট্রেলিয়া দলে থাকছেন : 

     প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, জশ ইঙ্গলিস, শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, মিচ মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক

বাংলাদেশ দলে থাকছেন : 

     সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (ভিসি), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, শাক মাহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান। , হাসান মাহমুদ , শরিফুল ইসলাম , তানজিম হাসান সাকিব।

ইংল্যান্ড দলে থাকছেন : 

     জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস

নেদারল্যান্ডস দলে থাকছেন : 

      স্কট এডওয়ার্ডস (সি), ম্যাক্স ও'ডাউড, বাস ডি লিডে, বিক্রম সিং, তেজা নিদামানুরু, পল ভ্যান মিকেরেন, কলিন অ্যাকারম্যান, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, লোগান ভ্যান বেক, আরিয়ান দত্ত, রায়ান ক্লেইন, ওয়েসলি বারেসি, সাকিব জুলফিকার, শরিজ আহমেদ, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

নিউজিল্যান্ড দলে থাকছেন : 

     কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচ স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল তরুণ।

দক্ষিণ আফ্রিকা দলে থাকছেন : 

    টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো জ্যানসেন, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, তাব্রেসি শামসি, রাবাদা। ডুসেন, লিজাদ উইলিয়ামস।

শ্রীলঙ্কা দলে থাকছেন :  

    দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (ভিসি), কুসল পেরেরা, পথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দুশান হেমন্তা, মহেশ থেকশানা, দুনিথ ওয়েলালেজ, মাহেশ থেকশানা, রাজেশানা, কামরান। লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS