বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধন ম্যাচ
বিশ্বকাপ ক্রিকেট উদ্বোধন নিয়ে আমাদের প্রতিবেশী দেশগুলো অনেক ঠাট্টা মশকরা করছে দেখলাম। আসলে আমাদের দেশের লোকজন তো কাজকর্মে ব্যস্ত থাকে, দেশে খাদ্য সংকট নেই। আবার অন্য দেশ কখন খাবার পাঠাবে তার উপর নির্ভর করে বসে থাকতেও হয় না আমাদের। তার ওপর বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনের দিন ছিল অফিস ডে তাই স্কুল কলেজ এবং অফিস আওয়ারের পরে ধীরে ধীরে ক্রাউড বেড়েছে। স্টেডিয়ামের বাইরে অনেক দর্শক প্রবেশ করতে ও বাকি ছিল, সন্ধ্যা সাতটার পরে আরো অনেক বেশি ভিড় হয়েছিল।
নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচ মতিয়া স্টেডিয়ামে ইংল্যান্ডের ব্যাটিং চলাকালীন আনুমানিক ৪০ হাজারের অধিক দর্শক উপস্থিত ছিল। এবং বিকালের পর থেকে দর্শক সংখ্যা ক্রমশ বেড়েছে। উদ্বোধনী ম্যাচ মতিয়া স্টেডিয়ামে হয়েছিল সেই স্টেডিয়ামের ক্যাপাসিটি হল এক লক্ষ চল্লিশ হাজার, যেখানে অন্যান্য স্টেডিয়াম গুলোতে শুধুমাত্র ৫০ হাজার, ৬০ হাজার, ৭০ হাজারের ক্যাপাসিটি। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ তারা রীতিমতো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রল মারতে শুরু করেছে। সেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের বলবো বিশেষ করে যারা ট্রল মারছেন আপনাদের দেশে একটা স্টেডিয়াম দেখাতে পারবেন। যে স্টেডিয়ামে এক লক্ষ দশকের ক্যাপাসিটি আছে ?
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য