চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর পি জি হাসপাতালে নিয়োগ
কলকাতা এস এস কে এম (p.g) হসপিটাল দাঁত বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। যে সকল আবেদনকারী আবেদন করতে চান অবিলম্বে এসএসকেএম হসপিটাল এর ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে পারেন। বর্তমান সময়ে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন হসপিটালের অবস্থা একেবারে শোচনীয় কারণ সব জায়গায় তোলাবাজরা রেডি হয়ে আছে। তাদের কার্য হাসিল করার জন্য। এবং রাজ্যের বিভিন্ন বিভাগে পদ শূন্য থাকা শর্তেও সরকারি ভাবে নিয়োগ করছেন না রাজ্য সরকার। কারণ রাজ্য সরকারের পিঠে থেকে গিয়েছে দেওয়াল। বর্তমানে কলকাতার বড় বড় সরকারি হসপিটালগুলোতেও মানুষের চিকিৎসার জন্য খরচ করতে হচ্ছে বহু টাকা। আর এই টাকাগুলো দালাল মারফত পৌঁছাচ্ছে শাসকদলের নেতাকর্মীদের কাছে। তবে যেভাবে ED CBI মাধ্যমে ধরপাকড় শুরু হয়েছে তাতে ভবিষ্যতে এইরকম তোলাবাজি অনেকটাই কমে যাবে।
খুবই সীমিত শূন্যপদ। আগ্রহী আবেদন কারীরা অবিলম্বে আবেদন করুন চুক্তির ভিত্তিতে। ডেন্টালিস্ট অনেক ডাক্তার থাকা সত্ত্বেও প্রতিদিন অনেক রোগী বিনা চিকিৎসায় ফিরে যাওয়ার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য