ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ৮ম বার্ষিক অধিবেশন শেষ হল
একুশে আশ্বিন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কেন্দ্রীয় কমিটির অষ্টম বার্ষিকী অধিবেশন সমাপ্ত হলো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সদস্যদের নিয়ে অধিবেশন শুরু হয় এবং সকলে অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামায়াতের কর্ণধর তথা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের গুরুত্বপূর্ণ বক্তৃতা সকলেই শ্রবণ করলেন। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের বক্তৃতার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনটি গত দুবছর একটু বেহাল অবস্থায় চলেছে যাতে আবার সংগঠনটাকে সম্পূর্ণ ভালোভাবে চালানো যায় সে বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন।
এই অধিবেশনের পর থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত সংগঠনটি আরো শক্তিশালী হতে চলেছে কারণ এই সংগঠনে আগে থেকে যে সকল সদস্যরা ছিল তারা তো আছেই সাথে সাথে নতুন যেসব যুবকরা সংগঠনে আসতে চান তাদের উদ্দেশ্যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অনেক কথা বলেন এবং সংগঠনে আসতে গেলে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে সেই সব নিয়মের কথাও তিনি বলেন। সাথে সাথে যারা আহলে সুন্নাতুল জামাত াত সংগঠনের সাথে জড়িত ছিল কিছু অংশের মানুষ তারা বর্তমানে রাজনীতিতে চলে গিয়েছে কিন্তু তার জন্যেও পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কোন দুঃখ প্রকাশ করলেন না কারণ যারা সংগঠন ছেড়ে রাজনীতিতে গিয়েছে তারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের সাথে জড়িত হয়েছে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য