Followers

Ad

দেশে ফিরলেন শিহাব চত্বর তাকে নিয়ে মেতে উঠেছে কর্ণাটকের হুবলি - isf


দেশে ফিরলেন শিহাব চত্বর তাকে নিয়ে মেতে উঠেছে কর্ণাটকের হুবলি


          শিহাব চত্বর কম বেশি প্রায় এক বছর আগে বাড়ি থেকে রওনা হয়েছিলেন হজ্ব এর উদ্দেশ্যে। দেশে ফিরলেন গত রবিবার নাগাদ তাকে নিয়ে মেতে উঠেছে কেরালা বাসি। কেরালা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাকে নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করছে কেরালার বুদ্ধিজীবী মানুষেরা। সকলে অবগত আছেন দেশের মধ্যে গড় হিসাবে কেরালা রাজ্যে মুসলমানের ভাগ বেশি। যে রাজ্যে মুসলমানদের শিক্ষিতর হার ও অনেক বেশি। তার চেয়ে বড় কথা। কেরালা রাজ্যের মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষ। যে রাজ্যে মানুষের বাধ্যতামূলক শিক্ষা হিসেবে ইসলামী শিক্ষা কে অগ্রসর দেয়া হয়েছে। আর সেই রাজ্য থেকে যখন একটা যুবক পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হয় তখন তাদের গর্ব কতটা হতে পারে। 
        এই শিহাব চত্বর যখন হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বাড়ি থেকে তখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নিন্দুকেরা সে একজনকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন। অনেকে বলেছিলেন শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সে একজন তোর এই কার্য করছে। আজকের এই শিহাব চত্বর এর এই হজ্ব কেরালা বাসীর গর্ব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছিলাম হজে থাকা অবস্থায় কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস সহ সেখানকার যারা আধিকারিক আছেন তাদের সাথেও সুন্দর ভাবে মিলে তাদের সাথে খুবই আনন্দ উপভোগ করেছিলেন কেরালার এই যুবক ছেলেটি। শুধু কেরালা কেন তাকে নিয়ে সারা ভারতবর্ষের মানুষের গর্ব হওয়া দরকার কারণ এরকম একজন যুবক ছেলে পায়ে হেঁটে হজ এটা একটা অবিশ্বাস্য জিনিস। তবে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ জলসার মাধ্যমে শুনেই থাকবো বাংলার এমনও কৃতিত্ব আছে যারা একবার নয় চার বার পাঁচ বারও পায়ে হেঁটে হজ্ব করেছেন তবে তখন সাইন্স টেকনোলজি এতটা উন্নত ছিল না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS