জওয়ান ছবির পরিচালক অ্যাটলির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রিয়মনির
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়মনির অভিযোগ পরিচালক অ্যাটলি কুমারের জওয়ান ছবিটি দিয়ে বলিউডে রাজসিক অভিষেক হয়েছে। গেল ৭ই সেপ্টেম্বর বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত এই ছবিটি মুক্তির পথ থেকেই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। মাত্র দশ দিনে বিশ্ব জুড়ে এটি ইতি ইতিমধ্যে আয় করেছে প্রায় হাজার কোটি রুপি জওয়ান ছবিতে শাহরুখ খানের প্রমিলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী প্রিয়মনি। সম্প্রতি নির্মাতা অ্যাটলি কুমার এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মজার ছলে অ্যাটলি কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন প্রিয়মনি। তিনি জানান জওয়ান ছবিতে অতিথির চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের। আর এই অভিনেতার অভিনয়ের কথা শুনে ব্যাপক উচ্ছ্বাসিত হয়েছিলেন প্রিয়মনি। অনুরোধ করেছিলেন কিছু দৃশ্যে তাকে যেন বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরিচালক অ্যাটলি ও মেনে নেয় প্রিয়মনির ওই আবদান । তবে শুটিংয়ের সময় সেই স্বপ্ন ভেঙে যায়। ছবিতে অভিনয় করার কথা থাকলেও কাজ করেন নি বিজয়। তাই মজার ছলে প্রিয়মনি বলেন অ্যাটলি আমার সঙ্গে প্রতারণা করেছে।
জোয়ান ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী ছবির লেডিস সুপারস্টার নয়নতারা এছাড়াও অভিনয় করেছেন সানায়া মালহোত্রা যোগীবাবু হিন্দী ভাষার পাশাপাশি তামিল তেলেগু ভাষায় মুক্তি পেয়েছেন এই জওয়ান মুভি।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য