কলকাতা যে প্লাবিত হচ্ছে এর জন্য দায়ী শওকত ও আরাবুল সাহেব - কেন জানেন ?
২রা সেপ্টেম্বর রাতে ফেসবুক লাইভে এসে এমনটি জানান ISF চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব। এদিন তিনি বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ পেতে কি কি করণীয় এই এই বিষয়ে আলোচনা করার সাথে সাথে এমনটি জানান। একশ দিনের কাজের টাকা আটকে দিয়েছে কেন্দ্র সরকার কিন্তু কেন ? এর জন্য সম্পূর্ণ দায়ী শাসক দল। কারণ তারা এত বেশি পরিমাণে দুর্নীতি করেছে কেন্দ্র সরকার তদন্ত করতে বাধ্য হয়েছে। কোথাও জিসিপি দিয়ে পুকুর কাটিয়ে ভুয়ো জব কার্ডে তুলে দিয়ে টাকা আত্মসাৎ করেছে কোথাও বা কাঁটাপুকুর টাকে আবার ছিটে ছাটে কাটার মধ্যে গণ্য করিয়েছে।
আরও পড়ুন: 👉 TMC ছেড়ে ISF যোগ দিলেন আদিবাসী মহিলা
থাক ও সব কথা এখন আসি মূল বক্তব্যে, একটু পানি হলেই কলকাতা ডুবে যাচ্ছে তার জন্য দায়ী শওকত সাহেব আরাবুল সাহেব । কারণ কলকাতা লাগোয়া ওয়েট ল্যান্ড গুলো ভরাট করে সেখানে প্রমোটিং করে ফ্লাট তৈরি করছে এই শওকত সাহেব আরাবুল সাহেবের সাঙ্গ-বাঙ্গরা । তিনি আরো বলেন মানছি কলকাতার ম্যানহোল গুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাওয়ার কারণে একটু পানি হলেই কলকাতায় ভরাডুবি হচ্ছে। কিন্তু আজ থেকে কুড়ি পঁচিশ বছর পিছিয়ে গেলে আমরা দেখতে পাবো। কলকাতার দশা এরকম ছিল না। কিন্তু বর্তমান সময়ে একটু বৃষ্টিতেই কলকাতায় নৌকা চালানোর পরিক্রম চলে আসে। কলকাতাকে আবার আমরা পূর্ণরূপে দেখতে পারি যদি ওয়েট ল্যান্ড গুলোকে আবার সংস্কার করা যায় এই কথা জানান ISF চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক।
এভাবেই নওশাদ সিদ্দিকী সাহেব শাসক দলের সাথে লড়াই করে চলেছে যাতে তারা কোনো রকম কোনো দুর্নীতি না করতে পারে সে বিষয়ে জনসাধারণকে সজাগ করার চেষ্টা করছেন তিনি। তাইতো আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসছে আই এস এফ পার্টির ছায়া তলে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য