Followers

Ad

ভারত পাকিস্তান ক্রিকেট খেলার ফলাফল কি ? ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ স্কোর !

ভারত পাকিস্তান ক্রিকেট খেলার ফলাফল কি ? ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ স্কোর


         বৃষ্টিতে পন্ড ভারত—পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। তৃতীয় দফায় বৃষ্টি শুরু হওয়ায় দ্বিতীয় ইনিংস মাঠে গড়ায়নি। যে কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি। এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে সবার আগে সুপার ফোর নিশ্চিত করলো পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের ম্যাচ বাকি আছে নেপালের বিপক্ষে। এর আগে, শ্রীলঙ্কার পাল্লেকেল্লে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই পাকিস্তানি পেস বোলারদের চাপের মুখে পড়েন ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল । পরে অবশ্যই হার্দিক পান্ডে ও ঈশান কিষানের অনবদ্য ব্যাটে ৪৮ ওভার ৫ বলে ২৬৬ রান করে অল উইকেট হয়ে যায়। এই নিয়ে ঈশান কিষান পর পর তিনটি ম্যাচে হাফ সেঞ্চুরি করার ফলে ঈশান কৃষাণ এমএস ধোনির রেকর্ড ছুঁয়েছে বলে জানা গিয়েছে। হার্দিক পান্ডে ৯০ বলের ৮৭ ঈশান কিষান একাশি বলে 82 এবং জাসপ্রিত ভোমরা ১৪ বলে ১৬ পাকিস্তানের পক্ষে সাইন আফ্রিদি ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট, নাসিম শাহ ৮ ওভার পাঁচ বলে ৩৬ রান দিয়ে ৩ উইকেট এবং হারিস রৌপ ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৩ উইকেট। বারবার বৃষ্টি হওয়ার কারণে পাকিস্তান ব্যাট করতে পারেনি এবং যার ফলে উভয় দল এক এক পয়েন্ট সংগ্রহ করল। 
      আমরা বহুদিন ধরে দেখে আসছি ভারত পাকিস্তান ম্যাচ মানে তার বিশেষত আলাদা। বিশেষ করে ভারতীয়দের মধ্যে চলে আসে একটা ধর্মবিদ্বেষী মনোভাব কারণ ভারতের সকল হিন্দু সম্প্রদায়ের মানুষ ভাবে পাকিস্তানের সাথে ভারতের খেলা হলে ভারতের সকল মুসলমান পাকিস্তানের সাপোর্ট করে। কিন্তু এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল, ধর্মের থেকে আগে নিজের দেশকে ভালোবাসতে হবে। হ্যাঁ, হয়তো পাকিস্তানের সব প্লেয়ারেরা ইন্ডিয়ার সকল মুসলিমদের ধর্মের ভাই কিন্তু তাদের থেকে আগে নিজের দেশ আর দেশকে কিভাবে ভালবাসতে হয় সেটা অবশ্যই মুসলমানেরা জানে তাই ভারতীয় হিন্দু ভাইদের ভুল মনোভাবটাকে পাল্টে নেওয়া দরকার।
        আর মাত্র হাতে গোনা এক মাস বাকি বিশ্বকাপ ক্রিকেট খেলা তাই সারা পৃথিবীর মানুষ যারা ক্রিকেট কে ভালোবাসেন তারা অপেক্ষায় আছেন বিভিন্ন দেশের সাথে তাদের দেশের হাইভোল্টেজ ম্যাচ গুলো দেখার জন্য। অক্টোবরের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS