Followers

Ad

মানুষের জীবনে শিক্ষা কতটা গুরূত্বপূর্ণ বৃদ্ধ বয়সে তা বুঝিয়ে দিলেন টুইংকেল

  

মানুষের জীবনে শিক্ষা কতটা গুরূত্বপূর্ণ বৃদ্ধ বয়সে তা বুঝিয়ে দিলেন টুইংকেল


        সাবেক বলিউড তারকা টুইংকেল খান্না ইংল্যান্ডের গোল্ডস্মিথ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রী পাওয়ার খবর জানিয়েছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে লেখাপড়ার কোন সময় নেই নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী ও হালের লেখিকা গোল্ড স্মিথ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে সম্প্রীতি মাস্টার্স ডিগ্রী অর্জনের খবর অক্ষয় ঘরণী টুইংকেল খান্না শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানিয়েছেন।

আরও পড়ুন: 👉 কেমন হবে সলমান খানের নতুন মুভি টাইগার থ্রী


       নিজের আনন্দের সংবাদটি অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে টুইংকেল লিখেছেন এটা আমার জন্য একটা বড় বিষয়। প্রথমে একটু লজ্জা লাগছিল খবরটা দিতে কিন্তু এটা সত্যি প্রমাণ করে দিল যে, বয়স কেবল একটা সংখ্যা। সেটা কোন ভাবেই তোমার লক্ষ্য থেকে তোমার সরাতে পারে না। তিনি আরো লিখেছেন আমার ফাইনাল ডিজারটেশনের জন্য আমি এক্সসেপশনাল ডিসটিঙ্কশন পেয়েছি। প্যাড কাভানাগ প্রাইজের প্রাথমিক তালিকাতে ও সেটা এসেছে।

       সুখবর দেওয়ার পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা করঞ্জোয়ারকে নিয়ে একচোট রসিকতা ও করেছেন টুইংকেল তিনি লিখেছেন এখন আমি বলতেই পারি আমার এক পুরনো বন্ধু স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ছবিতে ভুল কাটিং করেছিল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS