Followers

Ad

মুসলিম নারীকে বোরখা খুলতে বললেন ব্যাংকে পাহারাদার - joipur


মুসলিম নারীকে বোরখা খুলতে বললেন ব্যাংকে পাহারাদার

     রাজস্থানের জয়পুরের মামলা, মুসলিম নারীকে বোরখা খুলতে বললেন ব্যাংকে পাহারাদার। মুসলিম নারীটি প্রশ্ন করলেন কেন খুলতে হবে বোরখা ? কোন উত্তর দেয়নি পাহারাদার। মহিলা যতবার ভেতরে ঢোকার চেষ্টা করে ততবার বন্ধ হয়ে যায় ব্যাংকের গেট। অথচ পরে যারা আসছে তাদের কোন সমস্যা হচ্ছে না ভেতরে যেতে। অবশেষে জোরপূর্বক ভেতরে ঢোকার পর মহিলাটি ব্যাংক ম্যানেজারের কাছে গিয়ে প্রশ্ন করে বোরখা পড়ে কেন ব্যাংকে ঢোকা যাবেনা কোন বিধি নিষেধ আছে কি ? ব্যাংক ম্যানেজার কোন উত্তর দিতে পারল না। অথচ ঘটনাটি দেখলে বোঝা যায় সম্পূর্ণ ব্যাংক ম্যানেজারের কারসাজি এটা। ব্যাংক ম্যানেজার এর বক্তব্য দুপুর বেলা লাঞ্চের টাইম তাই গেট লাগিয়ে ভেতরে ব্যাংক কর্মীরা লাঞ্চ করছিল। মুসলিম মহিলাটি বললেন লাঞ্চের টাইমে লাঞ্চ করার সময় ব্যাংকের গেট বন্ধ থাকে এটা আমার জানা ছিল না। অথচ আমার পরে অনেকেই ওই গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তাদেরকে আটকানো হলো না। এ থেকে বোঝা যায় মুসলিম মহিলা টিরেনস্ত্র করার জন্য এরকম চক্রান্ত করেছে ব্যাংক কর্মীরা। এখন ব্যাংকে খোলামেলা এই ধরনের ফালতু ব্যবহার চলছে সর্বত্র।
      সবচেয়ে বড় ভাবা জিনিস হল এটা তে একজন মহিলার সাথে এরকম ব্যবহার হওয়া সত্বেও অনেক মানুষ সেই ব্যাংকে যাতায়াত করছে কেউ মুখ খুলছে না ওই মহিলার হয়ে। তাই সকল মুসলিম মা বোনেদের বলব আপনারা যদি সোচ্চার না হোন সারাদেশ আপনাদেরকে চেপে ধরার চেষ্টা করবে । বোরকা পরে মুসলিম নারীরা ব্যাংকে প্রবেশ করা কে চরম লজ্জাজনক বলা হয়েছে। রেকর্ড একাউন্ট নিয়ে ব্যাংকের সমস্যা হলে ব্যাংক এর উচিত মেটাল ডিটেক্টর বা অন্য কোন বিকল্প ব্যবস্থা করে রেকর্ড স্থাপন করা ! মহিলাদের বোরকা সরিয়ে নয়। অথবা কানাডা ব্যাঙ্ক বিশেষ কারো অধীনে এমন সস্তা কাজ হচ্ছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS