Followers

Ad

জঙ্গলমহলে ISF রাজ্য কমিটির প্রতিনিধিরা কবে কোথায় উপস্থিত থাকছেন ?


জঙ্গলমহলে ISF রাজ্য কমিটির প্রতিনিধিরা কবে কোথায় উপস্থিত থাকছেন ?


         সাংবিধানিক অধিকার রক্ষার্থে, জঙ্গলমহল জমির অধিকার রক্ষার্থে, পশ্চিমবঙ্গ পঞ্চম তপশিলি ও FRA-2006 লাগুর দাবি জোরদার করতে এবং সাঁওতালি ভাষা (অলচিকি লিপিতে) পৃথক শিক্ষা বোর্ড সংগঠনের দাবিতে,  কাস্ট সার্টিফিকেট জালিয়াতি বন্ধের দাবিতে ISF সাংগঠন কে শক্তিশালী করতে আপনাদের স্বাগত জানাই।
     
       ইন্ডিয়ান সেক্যুলার ফন্টের জঙ্গলমহল সাংগঠনিক মিটিং এ রাজ্য কমিটির প্রতিনিধিরা কবে কোথায় উপস্থিত থাকছেন জেনে নিন । 

* পশ্চিম মেদনীপুর * 

       ১৭ই সেপ্টেম্বর রবিবার গড়বেতায় বেলা তিনটে থেকে উপস্থিত থাকবেন।

 ১৮ই সেপ্টেম্বর মেদিনীপুর সদর বেলা তিনটে থেকে উপস্থিত থাকবেন।

১৯ই সেপ্টেম্বর মঙ্গলবার পিংলা দুপুর দুটো থেকে উপস্থিত থাকবেন।

* বাঁকুড়া জেলা *

 ২০শে সেপ্টেম্বর বুধবার খাতড়া দুপুর ২টা থেকে উপস্থিত থাকবেন।

২১শে সেপ্টেম্বর বৃহস্পতিবার তালডাংরা দুপুর ২টা থেকে উপস্থিত থাকবেন।

২২শে সেপ্টেম্বর শুক্রবার বাঁকুড়া সদর দুপুর ২টা থেকে উপস্থিত থাকবেন।

* পুরুলিয়া জেলা * 

২৩ শে সেপ্টেম্বর শনিবার পুরুলিয়া সদর দুপুর দুটো থেকে উপস্থিত থাকবেন।

 * ঝাড়গ্রাম জেলা *

২৪শে সেপ্টেম্বর রবিবার ঝারগ্রাম সদর বেলা তিনটে থেকে উপস্থিত থাকবেন।

জঙ্গলমহলের জেলা নেতৃত্বরা রাজ্য অফিসে - 8145181244 অথবা লক্ষীকান্ত হাঁসদার সাথে যোগাযোগ করুন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS