Followers

Ad

ঘুটিয়ারি শরীফ মনসা পুকুর প্রভাতী সংঘের ফুটবল উৎসব



ঘুটিয়ারি শরীফ মনসা পুকুর প্রভাতী সংঘের ফুটবল উৎসব 

       
          দক্ষিণ ২৪ পরগনা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধরনের ফুটবল টুর্নামেন্ট হয় এই ঘুটিয়ারি শরীফের দুটি জায়গায় যে জায়গা দুটির নাম হলো ধোয়াঘাটা নারায়ণপুর এবং শ্রীনগর মনসা পুকুর ।  এই মনসা পুকুর এবং নারায়ণপুর উভয় জায়গায় ফুটবলের সেরা প্রতিযোগিতা হয় আশেপাশে যত জায়গায় ফুটবল খেলা আমরা দেখেছি প্রতিযোগিতামূলক ফুটবল খেলায় প্রাইজ থাকে কুড়ি হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা এক লাখ। কিন্তু এই দুটি জায়গায় যখনই তারা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আট লাখ দশ লাখ টাকার উপরে তারা প্রাইজ দিতে দেখেছি। যদিও প্রাইজের টাকাগুলো আসে সম্পূর্ণ দাতা কিংবা দেখতে আসা দর্শকদের পকেট মানি থেকে। কারণ তারা এত বড় ফুটবল উৎসব আয়োজন করলে পরেও তারা লাভ ছাড়া লস করে কোনদিন খেলা দেয় না। কারণ এইসব খেলাগুলোতে যেসব দর্শকরা খেলা দেখতে আসে তাদেরকে টিকিটের বিনিময়ে খেলা দেখতে হয়। আর সেখান থেকে যে অর্থ আসে তাতেই দেখা যায় সম্পূর্ণ খেলার টাকা ওখান থেকেই চলে আসে।

       আর খেলা গুলো এমন সময় আয়োজন করে যে সময় মানুষের কাছে তেমন একটা টাকা থাকতে দেখা যায় না তার পরেও যারা ফুটবলপ্রেমী মানুষ তারা অবশ্যই এই সব খেলা গুলোতে গিয়ে খেলা গুলো উপভোগ করে। বর্তমান সময়ে আমরা দেখছি সব রকম খেলাধুলা সম্পূর্ণ ব্যবসাতে পরিণত হয়ে গিয়েছে। তারপরেও মানুষ ছুটে আসে এইসব মাঠে খেলা দেখতে কারণ এইসব মাঠগুলোতে খেলা দেখলে মানুষের জান প্রাণ ভরে যায় দেশীয় প্লেয়ারদের সাথে সাথে থাকে বিদেশি প্লেয়ারদের মেলা প্রত্যেকটা দলে তিনটে চারটে করে থাকে নাইজেরিয়ান প্লেয়ার যাদের খেলা দেখতে বাঙালি ভালোবাসে সেই সব প্লেয়ারদের খেলা দেখার জন্য জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসে এইসব মাঠগুলোতে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS