টানা ৭ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তান ক্রিকেট দল
আগামী অক্টোবর মাসের পাঁচ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২০১৬ সালের পর আর ভারতে আসেননি, পাকিস্তান ক্রিকেট দল। ভারতের দশটি রাজ্যে দশটি স্টেডিয়াম জুড়ে টানা ফাইনাল নিয়ে প্রায় ৫০ টার মতো ম্যাচ। ইতিমধ্যে আমরা সকলে জানি, একে একে প্রায় সমস্ত দেশের দল ঘোষণা হয়েছে এবং প্রায় সমস্ত দল ভারতের মাটিতে পা রেখেছে। একটা সময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম পাকিস্তান ক্রিকেট টিম ভারতের মাটিতে আসতে অইচ্ছা প্রকাশ করেছিল। শেষে ভারতীয় প্রশাসন প্রখর করার পর এবং পাকিস্তান থেকে তাদেরকে কড়া নিরাপত্তার সাথে ভারতের মাটিতে আনতে পেরেছে। আর এটা উভয় দেশের জন্য খুবই ভালো খবর। কারণ একটা দেশের ভালো একটা দল বিশ্বকাপ ক্রিকেট থেকে বাদ যাবে সেটা কোনদিনও কোন মানুষ চাইনি।
ভারত পাকিস্তানের মধ্যে ম্যাচটি আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তবে কলকাতার ইডেন গার্ডেন পাকিস্তান দলের পক্ষে বিশেষ পরিচিত। কারণ ইতিমধ্যে বহুবার পাকিস্তান ক্রিকেট দল কলকাতার ইডেন গার্ডেনে অনেক খেলা করে গিয়েছে তারা। যাইহোক ক্রিকেট অনুরাগী মানুষদের জন্য আর মাত্র আট দিন পর থেকে শুরু হতে চলেছে আনন্দদায়ক ক্রিকেট উৎসব। সারা পৃথিবীজুড়ে মানুষের মধ্যে থাকবে শুধু ক্রিকেট নিয়ে আলোচনা। তবে ভারতীয়দের মধ্যে প্রত্যেক বছর একটা সময় আসে ক্রিকেট নিয়ে আলোচনা করার যে সময়টা হল আইপিএল টি-টোয়েন্টি ক্রিকেট।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য