Followers

Ad

কেন যোগ দিল না বিরোধী দলীয় নেতারা ? সফল হলো না সর্বদলীয় মিটিং !


কেন যোগ দিল না বিরোধী দলীয় নেতারা ? সফল হলো না সর্বদলীয় মিটিং !

       সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঢাকা সর্বদলীয় মিটিং সফল হলো না যোগ দিলেন না কোনো বিরোধী নেতারা। এই নিয়ে সিপিআইএম নেতা মোঃ সেলিম কে সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনারা কেন সর্বদলীয় মিটিং এ জয়েন করলেন না। উত্তরে মোঃ সেলিম বলেন মিটিংটা ডাকা হয়েছিল কি কারনে, পশ্চিমবঙ্গ ফাউন্ডেশন দিবস। তিনি আরো বলেন মমতা ব্যানার্জি যখন ২০১১ সালে ক্ষমতায় এসেছিলেন তখন জোট সরকার করার জন্য জোট সরকারের মধ্যে ছিল বাইশটি দল তাহলে মমতা ব্যানার্জির ডাকা সর্বদলীয় মিটিংয়ে বাকি ২১ টি দল কোথায় গেল বিজেপি নাও আসতে পারে কিন্তু আরএসএস-এর বিভিন্ন সংগঠন আছে তারা তো আসবে তারা কেউ আসেনি এবং রাজ্যে আরও অসংখ্য সংগঠন আছে তারাও কেউ আসেনি। রাজ্যের প্রত্যেকটা সংগঠন বুঝে গিয়েছে মমতা কি জিনিস তাই তার পিছনে আর কেউ যেতে চাইছে না। সামনে ২০২৪ এর লোকসভা নির্বাচন এই জন্যেই বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে দিদি ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে।
      অপরদিকে সিপিআইএমের ডাকা সমাবেশে জনগণের জনস্রোত। এই নিয়ে সিপিআইএম নেতা মীনাক্ষী মুখার্জি। কানার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে মানুষকে তাদের দলের দিকে আহ্বান করছে এবং তানার ধারণা আগামী ২০২৪ এর পর রাজ্যে ফিরতে চলেছে লাল সেলাম। রাজ্যে একটার পর একটা বিস্ফোরণ হচ্ছে, রেগিং হচ্ছে তোলাবাজি হচ্ছে বিভিন্ন রকম ভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার হচ্ছে, সেই সব বিষয়ে মিটিং না ডেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মিটিং ডাকলো পশ্চিমবঙ্গ ফাউন্ডেশন দিবস পশ্চিমবঙ্গের ফাউন্ডেশন কি রেখেছে মমতা ব্যানার্জি বললেন মহম্মদ সেলিম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS