Followers

Ad

ISF এর একমাত্র প্রধান আয়েশা বেগম একমাস বাড়িছাড়া উলুবেড়িয়া TK2 (কাটরা) গ্রাম

ISF এর একমাত্র প্রধান আয়েশা বেগম একমাস বাড়িছাড়া উলুবেড়িয়া TK2 (কাটরা) গ্রাম 


     ভোট মিটেছে, মিটেছে পঞ্চায়েত প্রধান গঠনের কাজ। কিন্তু আজও কমেনি শাসক দলের অত্যাচার। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ বিধান সভা কেন্দ্রের টিকে টু গ্রাম পঞ্চায়েতের ১৩১ নং বুথের আই এস এফ প্রার্থী আয়েশা বেগম। আয়েশা বেগমের বক্তব্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে জয়লাভ করেছি এবং সকল প্রার্থীদের আহবানে আমি প্রধান হয়েছি। আমাদের এখানে আইএসএফ পার্টির প্রভাব খুবই বেশি। প্রত্যেকের মুখে নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা কারণ গত কয়েক বছর ধরে যেভাবে আইএসএফ দলের চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান গরিব অসহায় খেটে খেকো মানুষের হয়ে লড়াই করে চলেছে তার এই কাজের জন্য মানুষ খুবই পছন্দ এবং প্রশংসা করে চলেছে। আগামী দিনে সকলে শাসন ক্ষমতা এই আইএসএফ  পার্টির উপরে দিতে চাইছে। আর এই প্রক্রিয়াটি বর্তমান শাসক দল কিছুতেই মানতে পারছে না। কারণ তারা যে বিগত ১০-১২ বছর ধরে যেভাবে গরিব অসহায় খেটে খেকো মানুষের উপর অত্যাচার করে চলেছে এবং তাদের অধিকার ছিনিয়ে নিয়েছে তাদের প্রাপ্য মালকে আত্মসাৎ করে চলেছে সেই সব কাজগুলো তারা করতে পারবে না। তার কারণে বর্তমান আইএসএফ পার্টিকে তারা শাসক দল হিসেবে মানতেই পারছেনা।

       সাথে সাথে টিকে টু গ্রাম পঞ্চায়েতের সভাপতি সেখ শামসুল হক জানান ভাঙ্গড়ের বিধায়ক যেমন ভাবে দুয়ারে বিধায়ক প্রচলন করেছে আমরা তেমন দুয়ারে প্রধান বা দুয়ারে অঞ্চল প্রচলন করে মানুষের পাশে দাঁড়াতে চাই। এবং মানুষের অধিকার আমরা বুঝে দিতে চাই। এতে যদি শাসকদলের কোন বাধা আসে তার বিরুদ্ধে আমরা অবশ্যই স্টেপ নিতে বাধ্য হব। দীর্ঘ এক মাস বাড়ির বাইরে থাকার পর নব নির্বাচিত প্রধান আয়েশা বেগম বর্তমানে নিজের বাড়িতেই বিরাজ করছে। গ্রামের জনসাধারণ আয়েশা বেগমের পাশে থেকে সব বাধাঁ পেরিয়ে এখন তিনি অবশ্যই নিজের বাড়িতে আছেন এবং সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন টিকে টু গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান আয়েশা বেগম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS