ভয়ংকর বিজেমূল - কারা বিজেপির দালাল ? নওশাদ সিদ্দিকী ?
কয়েকদিন আগে অর্থাৎ একুশে জুলাই শহীদদের স্মরণ সভার মঞ্চ থেকে আমরা একটা ঘোষণা শুনেছিলাম যেটা হলো ৫ই আগস্ট রাজ্যের বিজেপি দলের রাজ্যে স্তর থেকে পঞ্চায়েত স্তর সকল নেতা মন্ত্রীদের ঘর ঘেরাও করা । ঘোষণা করলেন কে ? রাজ্যের শাসকদলের সাধারণ সম্পাদক যাকে মানুষ যুবরাজ বলে জানে। রাজ্যের জনগণ জানত তৃণমূল বিজেপির ঘর বিরোধী। যুবরাজ ঘর ঘেরাও র বার্তা দিয়েই বিদেশে পগার পার। যে যুবরাজকে বিডি দেশের বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছিল সেই যুবরাজ হঠাৎ কলে চলে গেল দেশের বাইরে। রাজ্যের জনগণ জানতেই পারল না কেন গিয়েছে বিদেশে কোনরকম কোন ঘোষণা ছাড়াই চলে গেল বিদেশে। বিজেপিদের ঘর ঘেরাও করা হল না, এটা ভালোই কথা আমিও কোনদিনও চাইবো না যে এরকম ভাবে ধর্মের ডিভাইডেড করে, রাজ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক। যেমন দেশের বিভিন্ন প্রান্তে হচ্ছে।
প্রসঙ্গ আমার এটা নয়। এই কথা তোলার মূল উদ্দেশ্য হলো যে, বিজেপিদের ঘর ঘেরাও করার কথা উল্লেখ করলেন যে রাজ্যের যুবরাজ তাদেরকে নিয়ে আজকেরে অঞ্চল গঠণের ক্ষেত্রে তাদের সমর্থন করছে এই তৃণমূলের প্রার্থীরা। শুধু তাই নয়, গত কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিল জোট বৈঠকে যেখানে বৈঠক করা হয়েছিল দেশের সব রাজনৈতিক দল যারা বিজেপি বিরোধী একমাত্র তারাই করল বৈঠক। সেই ঘোর বিরোধী দলকে সমর্থন করে আজকেরে অঞ্চল গঠন করতে হচ্ছে। তাহলে রাজ্যের মানুষ এখান থেকে কি ইঙ্গিত পায় ? অথচ এইসব বিষয়ের বিরুদ্ধে যখনই ভাঙ্গরের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব মুখ খুলছেন তখনই তাকে বলা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে। আসলেই পানি কোন দিকে গড়াচ্ছে সেটাই দেখার বিষয়। আস্তে আস্তে সব কিছু বার হয়ে আসবে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য