Followers

Ad

রাত পার হলেই হাওড়া উনসানিতে ছোট ভাইজান । স্টেজের কাজ সম্পূর্ণ

 

 রাত পার হলেই হাওড়া উনসানিতে ছোট ভাইজান । স্টেজের কাজ সম্পূর্ণ 

     পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৯.৮.২০২৩ বুধবার হাওড়া জেলার উনসানিতে আই এস এফ পার্টির চেয়ারম্যান তথা ভাঙ্গড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আসার কথা। সেই ভাবনা ভেবে হাওড়া উনসানি গ্রামের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সুন্দর করে আয়োজন করেছে ওই সভা, যে সভাতে বিগত কয়েকদিন আগে যে সমস্ত প্রার্থীরা ভোটে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে সংবর্ধনা দেবেন এবং ভবিষ্যতে যে ২০২৪ এর লোকসভা নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে বিভিন্ন রকম আলোচনা সভার আয়োজন করেছেন আর সেখানেই নওশাদ সিদ্দিকী সাহেবকে ইনভাইট করা হয়েছে।

      এই সভার কাজ অর্থাৎ আয়োজন কমিটি কতটা এগিয়ে যেতে পেরেছে, সেই নিয়ে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদেরকে আমরা আমাদের পেজের মাধ্যমে পোস্ট করেছি সকলে দেখলে অবশ্যই বুঝতে পারবেন হাওড়া জেলার মানুষ কতটা আনন্দিত এবং পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব আশা নিয়ে তারা কতটা গর্বিত এবং আনন্দিত। 

      শুধু হাওড়া জেলা নয় রাজ্যের সমস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকম ভাবে তাদের আবেদন নিবেদন এবং সর্বোপরি তারা যে নসা সিদ্দিকী সাহেবের পাশে থেকে তানাকে সাহায্য করে চলেছে এটাই সবচেয়ে বড় বেশি পাওয়া বলে মনে করছেন পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS