ভাঙ্গড়ের গণহত্যা কে কেন্দ্র করে কলকাতায় সংযুক্ত মোর্চার পথ সভা
আজ এই সোনার বাংলায় ৪৭ জন্য নিরীহ সাধারণ মানুষের প্রাণ গেছে তারা বলি হলো ও খুন হলো পিসি ও ভাইপোর এবং নির্বাচন কমিশনার কি পারবে তাদের জীবন ফিরিয়ে দিতে ? না পারবে না যারা মারা গেছেন তাদের স্ত্রী রা বিধোপা হয়েছেন এবং তাদের বাচ্চারা এতিম ও অনাথ হয়েছে নিহতদের স্মরণে সমবেদনা জানিয়ে আসুন আজ বাংলার সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের ডাকে ঐক্য বদ্ধ ভাবে এক সাথে প্রতিবাদ মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়াজ তুলুন এই পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসা ও সন্ত্রাষের জন্য যে ৪৭ জন নিরীহ সাধারণ মানুষের প্রাণ গেছে তাদের প্রতি পরিবারের হাতে কুড়ি লক্ষ্য করে টাকা রাজ্য সরকার কে দিতে হবে এবং যে পুলিশের ও টি এম সির হার্মাদ বাহিনীরা গুলি চালিয়েছে সি বি আই তদন্তের মাধ্যমে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বাতিল করা ও যে যে বুথ গুলো তে ছাপ্পা ও বন্দুকের ভয় দেখিয়ে ভোট তাদের দিতে বাধ্য করেছে বা বিরোধী দের তাড়িয়ে দিয়ে নিজেরা নিজেদের মতো ভোট করেছেন সেই গুলো সব বাতিল করে ৩৫৬ জারী ঘোষণা করে পূনোরায় ভোট করার দাবি এবং রাজ্য নির্বাচন কমিশনের বহিস্কার করে তার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করার দাবিতে যে পথ সভা করেছে সংযুক্ত মোর্চা সেই ভিডিও ফুটেজ উপরে দেয়া হয়েছে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য