ভোটে জিতেও নিস্তার নেই শাসক দলের গুন্ডাদের থেকে, কোটের দ্বারস্থ হলেন কান্তি গাঙ্গুলী
আর এই অত্যাচারীর হাত থেকে মুক্তি পেতে বিচার চেয়ে আজ কলকাতা হাইকোর্ট এলেন প্রাক্তন মন্ত্রী এবং পার্টির নেতা কান্তি গাঙ্গুলি, কলকাতা হাইকোর্টের এডভোকেট সাইন ব্যানার্জি এবং আরো অনেক এডভোকেট দের সাথে এই বিষয়ে কথা বলেন কান্তি গাঙ্গুলী। এই প্রসঙ্গে কান্তি গাঙ্গুলী আরো বলেন এর শেষ দেখে ছাড়া হবে, পঞ্চায়েতের বোর্ড গড়বো আমরাই। লড়াই জারি আছে। আর রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের পর থেকে এইরকমই অত্যাচার করে চলেছে বর্তমান শাসক দল। শুধু তাই নয় পুলিশ প্রশাসন ও তাদের মত দিচ্ছে এইসব কার্যকলাপের জন্য।
এই বিষয়ে এর আগে দলের একমাত্র বিধায়ক এবং চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব বলেন আজকের এ দল আছে কালকের থাকবে না তাই যাতে পুলিশ নির্ভীক ভাবে মানুষের সাথে মানুষের পাশে থাকে সে বিষয়ে কিছু কথা পুলিশদের উদ্দেশ্য করে বলেন তাই সর্বোপরি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলবো আপনারা আপনাদের যে সম্মানটুকু বজায় রাখুন এবং সৎ ব্যবহার করুন সকল জনসাধারণের সাথে একের হয়ে অপরের বিরুদ্ধে কোনরকম কোন কাজ করবেন না।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য