Followers

Ad

ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু - জনপ্রিয় স্থানগুলোর মধ্যে সেরা দক্ষিণ চব্বিশ পরগণা জেলা


হাডুডু খেলা ভারতবর্ষের জাতীয় খেলা 


       ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু আর এই হাডুডু খেলার জনপ্রিয় স্থানগুলোর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কিছু অঞ্চল উল্লেখযোগ্য। যেখানে প্রতিবছর বর্ষা শেষ হওয়ার সাথে সাথেই এবং শীতকাল আসার আরম্ভেই শুরু হয় বিভিন্ন জায়গায় কবাডি বা হার্ডডোর প্রতিযোগিতার আসর যেসব প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মহিলা হাডুডু প্রতিযোগিতার টিম অংশগ্রহণ করে থাকে। কোথাও আবার দলের কোথাও বাস হল দলের আবার কোথাও বা তার থেকেও বেশি দলের হাডুডু প্রতিযোগিতা আমরা দেখে থাকি যদিও আস্তে আস্তে এই হাডুডু বা কাবাডি প্রতিযোগিতা বাংলায় থেকে উঠে যাচ্ছে। তার পরেও কিছু কিছু জায়গায় আজও এই হাডুডু খেলা কে তারা আঁকড়ে ধরে আছে যারা খেলা প্রিয় মানুষ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ধোসা মতিলাল গোবিন্দপুর নতুনহাট মিলন হাট আরো কিছু কিছু জায়গায় এই হাড্ডু প্রতিযোগিতাকে আমরা দেখে থাকি।

কেন এতো জনপ্রিয় এই হাডুডু খেলা ?

       এইসব খেলাগুলোতে যদিও প্রাইজের অ্যামাউন্টটা অনেক কম থাকে তারপরেও খেলা গুলো দেখার জন্য কিন্তু প্রচুর দর্শক আমরা দেখতে পাই রাতের পর রাত জেগে তারা এইসব খেলা গুলোকে উপভোগ করে এবং সেখানে বসে যায় একটা মেলা এই খেলাধুলাকে রূপ দেয় একটা মেলার অবশ্যই যারা এই হাডুডু খেলার বা কবাডি খেলার আয়োজন করে তাদের মাসের পর মাস মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তাদের এই খেলা পরিচালনা করতে হয়। এবং গ্রামের যারা সমাজসেবী রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়েই কিন্তু এই খেলা অনুষ্ঠিত হয় এবং খেলার সময়ও আমরা অনেক প্রতিনিধিদের দেখতে পাই শুধু তাই নয় যারা এই খেলা আয়োজন করেন। এই খেলাধুলার পাশাপাশি রক্তদান শিবির। বিভিন্ন রকম সমাজসেবা মূলক অনুষ্ঠান আমরা দেখে থাকি তাই বাংলার প্রিয় খেলা হাডুডু বা কবাডি আগামীতে শুরু হতে চলেছে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, যারা হাডুডু পাকা বাড়ি প্রতিযোগিতা করেন তারা অবশ্যই এখন থেকে তাদের কাজ শুরু করে দিয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS