হোমড়া জুলফিক্বার সিদ্দিকিয়া মাদ্রাসার বকরি ঈদের নামাজ
আজ ১৩ই আষাঢ় ইংরেজি ২৯ শে জুন বৃহস্পতিবার পবিত্র ঈদের নামাজ সম্পূর্ণ হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার হোমড়া জুলফিক্বার সিদ্দিকিয়া মাদ্রাসায়। ঈদের নামাজের সময় দেওয়া হয়েছিল ঠিক সকাল সাড়ে ছ'টায় এবং যথাযথ সময়ে নামাজ সম্পূর্ণ হয়। শুধু এ বছর বলে তাই নয় প্রতিটা বছর এরকমই খুবই সকাল সকাল ঈদের নামাজ সম্পূর্ণ হয়। এই মাদ্রাসায়। এমনকি করনার সময় যখন দেশের বিভিন্ন জায়গায় এই ঈদের নামাজের বাধা দেওয়া হয়েছিল তখনো এই মাদ্রাসায় খুবই সকালে এবং খুবই সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হয়েছিল।
সকলে অবগত আছেন ঈদের প্রায় এক সপ্তাহ আগে থেকে বর্ষাকাল পড়ে যাওয়ায় শুধু দক্ষিণ ২৪ পরগানা বা পশ্চিমবাংলা কেন রাজ্যের অধিকাংশ জায়গায় চলছে বর্ষাকাল আর এই বর্ষাকালের জন্য অবশ্যই মানুষকে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবে যেহেতু এটা মুসলিমদের বড় একটা ধর্মীয় খুশির দিন তাই সকল বাধা বিগ্নকে উপেক্ষা করে মানুষ এই ঈদ উদযাপন করছে। রোজার ঈদে তেমন কোন কাজ থাকেনা তবে এই বকরি ঈদে সবচেয়ে বড় জিনিস হল কোরবানি দেওয়া। আর এই বর্ষার মধ্যে কুরবানী করাটা খুবই সমস্যার ব্যাপার তারপরেও যেহেতু এই দিন টা আসে বছর ঘুরে একবার তাই প্রত্যেকটা মানুষ এই বর্ষাকে উপেক্ষা করে তাদের পশু কোরবানি এবং সমস্ত রকম কাজকর্ম সম্পূর্ণ করছে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। কারণ শুধু কুরবানী করাটা বড় ব্যাপার নয়। পানির পর কুরবানী করা পশুর গোশত। সঠিকভাবে বন্টন করে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আত্মীয়-স্বজনের বাড়িতে সঠিক সঠিকভাবে পৌঁছে দেওয়াটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তাই মানুষ এই বর্ষাকালকে উপেক্ষা করে পানির মধ্যে ভিজেও খুবই ভালোভাবে তাদের ঈদ উদযাপন করছে যদিও বর্ষায় ভিজতে হচ্ছে তারপরেও বাধ্যতামূলকভাবে ঈদের এই কুরবানী করতে হচ্ছে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য