Followers

Ad

তৃণমূলের সব নেতারা বিজেপির কাছ থেকে টাকা খায় : যুবক - isf bangla.com


তৃণমূলের সব নেতারা বিজেপির কাছ থেকে টাকা খায় : যুবক


           সকলে অবগত আছেন গত কিছুদিন আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট ভাইরাল হয়েছিল যে পোষ্টের মাধ্যমে সকলকে জানানোর চেষ্টা করেছিল আব্বাস সিদ্দিকী বিজেপির দালাল বিজেপির কাছ থেকে অধিক পরিমাণে টাকা নিয়েছে। সেই বক্তব্য মানুষের ভুল ভাঙ্গানোর জন্য সেই বক্তব্যের বিরুদ্ধে হাওড়া জেলার একটি সাধারণ যুবক তিনি থানার ভিডিও ইউটিউবে পোস্ট করেছেন যে ভিডিওর মাধ্যমে আইএসএফ তথা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীকে যারা ভালোবাসে তাদের মনে যাতে কোনো রকম কোনো সন্দেহ বা ঘৃণা না জন্মায় তার জন্য এই ভিডিও পোস্ট করেছেন সেই যুবক আপনারাও যদি অবশ্যই আইএসএফ দলটিকে ভালোবাসেন আপনাদের ও ভুল ভেঙ্গে যাবে আশা করি।

      সাথে সাথে হাওড়া জেলার কয়েকজন নেত্রীকে নিয়েও মুখ খুললেন এই যুবক। যারা বলছে নওশাদ সিদ্দিকী একজন পীর সাহেব হয়ে কি করে রাজনীতিতে আসে তাহলে কি সে বিজেপিদের মতো ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে এইসব বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করেছে যুবক অবশ্যই সকলে দেখুন ভালো লাগবে আশা করি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS