Followers

Ad

দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকার জনপ্রিয় খেলা হল কবাডি ।


কবাডি খেলা দক্ষিণ ২৪ পরগনার জনপ্রিয় খেলা


          আর মাত্র হাতে গোনা কয়েকদিন পর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাবো বিখ্যাত সেই কবাডি প্রতিযোগিতা। যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২৪ দল ৩২ দল ৪৮ দল। আর খেলাটা হয় প্রায় চার দিন পাঁচ দিন ধরে সেখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাড়ার বা গ্রামের বা অঞ্চলের সমস্ত মানুষকে দেখতে পাই একত্রিত হতে সকলে একত্রিত হয়ে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি করে এবং আনন্দ উপভোগ করে। যেমনই চলে বর্ষাকাল তেমনি বর্ষার মধ্যে কোনরকম কোন কাজ বাজ না হওয়া মানুষগুলো বাড়িতে বসে না থেকে একটু সময় কাটানোর জন্য তারা এইসব খেলাধুলার মাঠে গিয়ে সুন্দর পরিবেশটাকে উপভোগ করে। 

কেন এতো জনপ্রিয় খেলা কবাডি ?


     কবাডি বিশেষ করে কুলতলী জয়নগর এইসব থানার যারা খেলা প্রিয় মানুষ তারা এইরকম একটা সময় আসলে চুপচাপ মেরে থাকতেই পারে না যে কোন ভাবেই তারা খেলার আয়োজন করে এবং খেলাটাকে চালায় খুব সুন্দর ভাবে এবং মানুষকে খুবই আনন্দ দেওয়ার চেষ্টা করে সর্বোপরি হয়তো প্রাইজের পরিমাণটা কম থাকে কিন্তু মানুষ খুব সুন্দর ভাবে এইসব খেলাগুলো উপভোগ করে কারণ বিভিন্ন জায়গার নামিদামি পেলে প্লেয়ারেরা এইসব খেলায় অংশগ্রহণ করে আর বিশেষ করে যারা সিনিয়র খেলোয়ার তারা তো অবশ্যই এইসব খেলায় থাকেন এবং তাদেরকে আমরা রেফারি করতেও দেখে দেখে থাকি আর সবচেয়ে বড় কথা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কে সংবর্ধনা হয়তো কোথাও বা রক্তদান শিবির কোথাও বা বস্ত্র বিতরণ এইসব অনুষ্ঠানগুলো আমরা এই খেলাধুলার মধ্যে দেখে থাকি কারণ তারা শুধু খেলাধুলা আয়োজন করে না। আয়োজন করে সাথে সাথে খেলাধুলার পাশাপাশি বস্ত্র বিতরণ রক্তদান শিবির বিভিন্ন রকম সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠানের আয়োজন করেন সেইসব অনুষ্ঠানগুলোতে সাধারণ মানুষ বিশেষ করে যারা গরিব দুস্থ অসহায় তাদের অনেকটাই প্রভাব পড়ে তারা বিভিন্ন রকম ভাবে আর্থিক সাহায্য পায়। তাই তারা এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে।   
 
        

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS