Followers

Ad

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না


   নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কারা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা প্রার্থী হতে পারবেন না তারা হল  :-

১/ শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষক/নির্দেশক শিশু শ্রমিক বিদ্যালয়ের নির্দেশক

২/ অঙ্গনওয়াড়ি কর্মচারী ও সহায়ক এবং আশা কর্মী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং প্যারা টিচার জেলা পরিষদ/সমিতি/গ্রাম পঞ্চায়েত স্তরের ঠিকাদার সরকারি যে কাজে অংশগ্রহনকারী ঠিকাদার রাজ্য বিদ্যুত বিভাগের কর্মচারী

৩/ সরকারি বা পঞ্চায়েতের কর ডিফল্ডার শিশুশিক্ষা সহায়ক/সহায়িকা

৪/ পঞ্চায়েতের কর সংগ্রাহক, পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মচারী রেশন ডিলার, হোমগার্ড ও সিভিক ভলেন্টিয়ার গ্রাম রোজগার সেবক, ভি.আর.পি., জি.আর.পি বি.এম.ও.এইচ-এর চুক্তিভিত্তিক চিকিৎসক

৫/ পঞ্চায়েত স্তরের কর্মচারী, রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মচারী বি.এস.কে-এর ডাটা এন্ট্রি অপারেটর

৬/ সরকারি বা সরকার পোষিত কলেজের প্রফেসর, লেকচারার ১০০ দিনের কাজের সুপার ভাইজার

৭/ আনন্দধারার অন্তর্গত সংঘের পদাধিকারী
 
    আসছে পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হবার কথা ভাবছেন অবশ্যই প্রার্থী হওয়ার নিয়মটা অনুগ্রহ করে আগে ভালো করে পড়ে নিন তারপরে আপনি নিজেই বিবেচনা করুন। আপনি প্রার্থী হতে পারবেন কিনা এটা নির্বাচন কমিশনারের নিয়ম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS