Followers

Ad

কাঁকদ্বীপে প্রায় পাঁচশো মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগদান করেন - isf bangla news

কাঁকদ্বীপে প্রায় পাঁচশো মানুষ তৃণমূল ছেড়ে আইএসএফ দলে যোগদান করেন


পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত রকম দুর্নীতি বন্ধ করতে, জনসাধারণের স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্যে চলছে ইন্ডিয়ান সেকুলার ফন্টের রাজ্যব্যাপী নির্বাচনী প্রচার। আজ দলের নেতাজী অঞ্চল কমিটি ও রবীন্দ্র অঞ্চল কমিটির উদ্যোগে এমনই একটি জনসভা ছিলো দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকের অন্তর্গত কেদো রামচন্দ্র নগর হাসপাতাল পার্শ্ববর্তী ময়দানে। 

      আইএসএফের চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী আজ সেই জনসভায় রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন সামান্য দান খয়রাতি করে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। সরকারি শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ হচ্ছে না, যোগ্য প্রার্থীরা টাকার কাছে বঞ্চিত হচ্ছেন। সরকারি হাসপাতালে পরিসেবা পাওয়া যাচ্ছে না। মানুষ কাজ পাচ্ছেন না। কর্মচারীরা ন্যায্য বেতন পাচ্ছেন না। মোটকথায় সামান্য দানখয়রাত করে মানুষের দৃষ্টিভ্রম করছে সরকার। শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্য, চাকুরির অধিকার থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। তিনি আরো বলেন, দুর্নীতি ও দুষ্কৃতী ছাড়া তৃণমূল কংগ্রেস বাঁচতে পারবে না। আজ আইএসএফের প্রচারনার কারনেই মানুষ সচেতন হচ্ছে, মানুষ জাগছে বলে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তাই তারা আইএসএফের ওপর হিংস্র আক্রমণ চালাচ্ছে। কিন্তু গরীব, খেটে খাওয়া মানুষদের অধিকার অর্জনের জন্য আইএসএফ লড়ে যাবে। মামলা দিয়ে বা হামলা করে আইএসএফকে ঠেকিয়ে রাখা যাবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করে ও দিকে দিকে আইএসএফকে জয়ী করে এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে। দলের রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি বলেন, লুটপাট করে জনগণকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তৃণমূলিরা পার পাবে না। আগামী নির্বাচনগুলিতে এই লুঠেরা, দুর্নীতিবাজদের সমুচিত জবাব দেবার জন্য তৈরি হতে হবে। এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি আবদুল মালেক মোল্লা, অ্যাডভোকেট সাহাদাত শাহ সহ ঐ ব্লকের অন্যান্য নেতৃস্থানীয়গন। এদিন প্রায় পাঁচশো জন মানুষ তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

CLOSE ADS
CLOSE ADS