ফুরফুরা শরীফের পীরজাদা সাবান সিদ্দিকী জলসা করতে আসেন ভাঙ্গড়ে।
গত কয়েকদিন আগে ভাঙরের নারায়ণপুরে জলসা করতে আসেন পীরজাদা সাবান সিদ্দিকী ভাইজান ওখানে পাশাপাশি কয়েকটা জায়গায় জলসা হয় এবং এই জলসার কয়েকদিন আগে ভোজেরহাটের একটা জলসায় এসে পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান বর্তমান শাসক দল যে তৃণমূল এই তৃণমূলের কিছু কর্মীদের নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন তার কারণে বর্তমান সময়ে ভাঙ্গরের কিংবা ক্যানিংয়ের প্রচুর জায়গায় জলসা বন্ধ করে দেওয়া করে দেয়া হচ্ছে বিশেষত পীরজাদা কাশেম সিদ্দিকী নাজমুল শাহাদাত সিদ্দিকী ও সাপের সিদ্দিকী নামকরা এই কয়েকজন পীরজাদা যে জায়গায় জলসা করতে আসছেন সেই জল সেই জলসায় বর্তমান শাসক দল যাচ্ছে এবং তাদেরকে বিভিন্ন রকম বাধা প্রাপ্ত করছে এবং তাদেরকে হুমকি দেয়া হচ্ছে এই জলসা যেন বন্ধ করে দেওয়া হয় কিংবা যে বক্তা তোমরা দাউদ করেছে ওই বক্তা যেন পরিবর্তন করে অন্য কোন বক্তার দাউদ করে জলসা করা হয় মানুষ এতটাই নিজ যে বর্তমান সময়ে ধার্মিক অনুষ্ঠান করাতেও তারা বাধা প্রাপ্ত হচ্ছে কারণ শাসক দলের বিরুদ্ধে জনসাধারণ শুনছে এবং তাদের কীর্তিকলাপ তাদের কার্যকলাপ যে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে সেইসব গুলো তুলে ধরার কারণেই কিন্তু বর্তমান সময়ে বাধা দেওয়া হচ্ছে এই জলসাগুলোতে বিশেষ করে নামকরা কয়েকজন যাদের ভাষা একেবারে বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
পীরজাদা সাবান সিদ্দিকী জলসায় কি ঘটলো ?
এরই কারণে গত ৬ এই চৈত্র বারাইপুর বেলেগাছি তে জলসায় এসে পীরজাদা সাপের সিদ্দিকী নিজেই বলেছেন যে আমাদের জলসায় অনেক বাধা প্রাপ্ত হচ্ছে শাসক দল বিভিন্ন জায়গায় আমাদের জলসাগুলোকে বন্ধ করে দিচ্ছে। এই সম্পর্কে আরো বলেন যে শাসক দল আমাদের ভয় পাচ্ছে যদি ভয় না পেয়ে তো তাহলে আমাদের নামকরা এই কয়েকজন ভাইদের জলসা তারা বন্ধ করে দিত না। তারা এই জলসাগুলো বন্ধ করে দেওয়ার কারণ আমাদের তারা ভয় পাচ্ছে আমরা তাদের মুখোশ খুলে দিচ্ছি তাই আমাদের জলসা গুলো শাসক দল বিভিন্ন জায়গায় বন্ধ করে দিচ্ছে কিন্তু জনসাধারণ এইসব সম্পর্কে আর অজানা নেই সকলেই জানতে পেরেছেন যে বর্তমান সময়ের শাসক দল কিভাবে মানুষের অত্যাচার করে যাচ্ছে সেদিকে খেয়াল রেখে আসছে পঞ্চায়েত নির্বাচনে জনসাধারণকে একটু। জানাচ্ছেন বর্তমানের এই কয়েকজন পীরজাদাগন
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য